ডিসি সম্মেলনে বান্দরবানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠসেহ উঠছে যেসব প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে রোববার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দু রশীদ। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ডিসিদের পাঠানো এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর গত বছর ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মোট ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে বাস্তবায়িত হয়েছে ১৭৭টি সিদ্ধান্ত। বাস্তবায়নাধীন রয়েছে ২০৪টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬ ভাগ।

উল্লেখযোগ্য কিছু প্রস্তাব
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেছেন হবিগঞ্জ জেলার ডিসি। আর জেলায় স্কুল-কলেজ এমপিওভুক্তি ও জাতীয়করণে জেলা প্রশাসকের মতামত গ্রহণের প্রস্তাব দিয়েছেন বরিশালের ডিসি। এক শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খাতভিত্তিক ফি আদায় এবং আদায়কৃত ফি ব্যয় সম্পর্কিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব এসেছে পাবনার ডিসির কাছ থেকে। ময়মনসিংহের ডিসি কওমি মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদবি পরিবর্তন করে ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’ করার প্রস্তাব দিয়েছেন ঝিনাইদহ, সিলেট, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধার ডিসি। জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে সার্বিক নিরাপত্তার স্বার্থে আনসার নিয়োগ করার প্রস্তাব দিয়েছেন শরীয়তপুর ও হবিগঞ্জের ডিসি। সন্দ্বীপ উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুটি সি-অ্যাম্বুলেন্স সরবরাহের প্রস্তাব এসেছে চট্টগ্রামের ডিসির কাছ থেকে। বান্দরবান পার্বত্য জেলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন এই জেলার ডিসি। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীতকরণসহ সিসিইউ, আইসিইউ এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপনের প্রস্তাব করেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন ও পদায়নের প্রস্তাব করেছেন বরিশালের ডিসি। পরিবার কল্যাণ সহকারীদের কর্ম এলাকা পুনঃনির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন সিলেটের ডিসি।

গাইবান্ধা, জামালপুর ও কুড়িগ্রামের ডিসি চর উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছেন। কৃষকের জন্য বজ্রপাত নিরোধক ছাউনি স্থাপনের জন্য পৃথক কর্মসূচি নেওয়ার প্রস্তাব দিয়েছেন নওগাঁ ও সুনামগঞ্জ জেলা প্রশাসক। আর হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হাওরের মাঠগুলোতে বজ্র নিরোধক দণ্ড সম্বলিত সম্মিলিত আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছেন এই জেলার ডিসি।

কক্সবাজার জেলায় লবণ শিল্পের বিকাশে ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন এই জেলার ডিসি। ভোলা জেলায় একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাব এসেছে জেলা প্রশাসকের কাছ থেকে। চায়ের নিলাম মূল্য ও ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্যতা আনার প্রস্তাব করেছেন মৌলভীবাজারের ডিসি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত প্রতিটি ধাপে মূল্য তালিকা একটি কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব করেছেন খাগড়াছড়ির ডিসি।

ব্যাটারি চালিত অটোরিকশা/ইজিবাইক সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও সেন্ট্রাল চার্জিং স্টেশন স্থাপনের প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ, গাইবান্ধা ও বরগুনার ডিসি। সিলেট-সুনামগঞ্জ সড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের প্রস্তাব দিয়েছেন সুনামগঞ্জ ডিসি।

ঝিকরগাছা উপজেলার গদখালিতে পানিসারা রেলস্টেশনে ঢাকাগামী রেল স্টপেজের ব্যবস্থা এবং প্রতিটি রেলে একটা বগি শুধুমাত্র ফুল পরিবহনের জন্য ব্যবস্থা রাখার প্রস্তাব করেছেন সেই যশোরের ডিসি।

যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছেন জামালপুরের ডিসি। মনপুরা উপজেলাকে জাতীয় গ্রিডের সাথে যুক্তকরণের মাধ্যমে সম্পূর্ণ উপজেলাকে বিদ্যুতায়িত করার প্রস্তাব দিয়েছেন ভোলার ডিসি।

প্রত্যেক জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছেন গাইবান্ধা ও জামালপুরের ডিসি। মৌলভীবাজার জেলার বাদ পড়া ৭২টি চা-বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাব দিয়েছেন এই জেলার ডিসি। রবি মৌসুমে অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনার জন্য গভীর নলকূপ স্থাপন করা যেতে পারে বলে মনে করেন হবিগঞ্জের ডিসি।

কাজের উদ্দেশ্যে বিদেশ গমনে ইচ্ছুক নাগরিকদের জন্য জেলা পর্যায়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ স্থাপনের প্রস্তাব করেছেন মাগুরার ডিসি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতিটি পৌরসভায় ইটিপি স্থাপনের প্রস্তাব করেছেন নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, মেহেরপুর, মাদারীপুর ও টংগাইলের ডিসি।

ঢাকা জেলার নদ-নদীগুলো অবৈধ দখল ও দূষণমুক্ত করার জন্য কর্মপরিকল্পনা নেওয়া ও বাস্তবায়নের প্রস্তাব বরেছেন ঢাকার ডিসি।

ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও স্লুইসগেট সংস্কারের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি করে ফসলের আবাদ সম্প্রসারণের প্রস্তাব করেছেন ঝালকাঠির ডিসি।

পর্যায়ক্রমে ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের প্রস্তাব এসেছে সাতক্ষীরার ডিসির কাছ থেকে।

ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও লোকবল নিশ্চিত করার প্রয়োজন বলে মনে করেন গাইবান্ধার ডিসি।

নিবন্ধন পরিদপ্তরকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্তকরণের প্রস্তাব করেছেন নাটোর, কুড়িগ্রাম, রাজশাহী, বগুড়া ও নেত্রকোনার ডিসি। ভুমিহীনদের অনুকূলে বন্দোবস্তকৃত খাস জমি বিনামূল্যে নামজারি করার বিধান সম্বলিত পরিপত্র জারি এবং ই-মিউটেশনে বিনামূল্যে নামজারি করার সুযোগ সন্নিবেশকরণের প্রস্তাব দিয়েছেন ঝিনাইদহের ডিসি। মেহেরপুর ও নওগাঁর ডিসি একই খতিয়ানের একের অধিক মালিকদের আংশিক ভূমি উন্নয়ন কর নেওয়ার প্রস্তাব দিয়েছেন। দলিলমূল্যের ওপর নামজারি ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জের ডিসি।

সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে সহজ শর্তে জেলেদের ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বরগুনার ডিসি।

সব ধরনের লাইসেন্সের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রস্তাব দিয়েছেন লালমনিরহাট জেলার ডিসি। রেলপথ মন্ত্রণালয়ে পোষ্য কোটা বাতিলের প্রস্তাব করেছেন খাগড়াছড়ির ডিসি।

সব জেলায় দুদকের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া এবং জেলা পর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগের সুপারিশ করেছেন সাতক্ষীরা, নরসিংদী ও বান্দরবানের ডিসি।

শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির বিকল্প হিসেবে প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছেন জামালপুরের ডিসি।

মাগুরার ডিসি মোবাইল কোর্ট আইন-২০০৯ এর বিধিমালা তৈরির প্রস্তাব করেছেন। তামাকের বিকল্প ফসল চাষিদের জন্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছেন বান্দরবানের ডিসি।

সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের জন্য আচরণ বিধিমালা প্রণয়নের প্রস্তাব করেছেন সুনামগঞ্জের ডিসি। জেলা পরিষদের অনুকূলে অর্থবছরের শুরুতেই এডিপি তহবিলে বরাদ্দ এবং প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছেন বরিশালের ডিসি।

ঝালকাঠির ডিসি উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার পদ সৃষ্টির প্রস্তাব করেছেন। কক্সবাজারের ডিসি খাগড়াছড়ির জেলা শিল্পকলা একাডেমি ভবন ও মিলনায়তন নির্মাণের প্রস্তাব করেছেন।

সিলেট বিভাগীয় কমিশনার সিলেট বিভাগে সরকারি কর্মচারী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। সিলেটের ডিসি জনবল সংকট নিরসনে বিভাগীয় নির্বাচনী বোর্ডের অধীনে সব সরকারি দপ্তরের ১৩-২০ গ্রেডের কর্মচারীদের নিয়োগ পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছেন।

বান্দরবানের ডিসি অতিরিক্ত জেলাপ্রশাসক বদলি ও পদায়ন বিভাগীয় কমিশনারদের কাছে ন্যস্তকরণের প্রস্তাব করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions