ঢাকা ছাড়ছেন ইউএসএআইডি’র অর্ধশতাধিক কর্মকর্তা, ওয়েবসাইটও বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকা ছাড়তে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট -ইউএসএআইডি’র কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময় শুক্রবারের মধ্যে তাদের ওয়াশিংটনে রিপোর্ট করতে হবে। গত ২০শে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সংস্থাটির সব কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে ফেরতের আদেশ দেয় ট্রাম্প প্রশাসন। কূটনৈতিক সূত্র বলছে, সেই আদেশের কারণে ঢাকায় ইউএসএআইডি’র অর্ধশতাধিক কর্মকর্তা বৃহস্পতিবার ওয়াশিংটনগামী ফ্লাইট ধরেছেন।
কেবলমাত্র জরুরী চিকিৎসা বা সন্তানদের পড়াশোনা সংক্রান্ত জটিলতায় রয়েছে এমন দু’একজন কর্মকর্তা ডেটলাইনের বাইরে যৌক্তিক কিছু সময় পাচ্ছেন। তবে তারা আর অফিস করবেন না।
স্মরণ করা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ৩টি দেশ ছাড়া ইউএসএআইডি’র বৈশ্বিক তহবিল স্থগিত করেন। সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নিয়েছে নব গঠিত প্রশাসন। এ জন্য সংস্থাটির ওয়েবসাইটও বন্ধ করে দেয়া হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে সংস্থাটিতে কর্মরত বাংলাদেশিদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউএসআইডিতে আড়াই শতাধিক বাংলাদেশি কর্মরত। এ নিয়ে সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ইউএসএআইডির মতো এত বড় সংস্থা এভাবে হয়তো বন্ধ করে দিতে পারবে না ট্রাম্প প্রশাসন। সাময়িকভাবে এটি ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এটা অনুমেয় যে, ইউএসএআইডির কার্যক্রম ফের চালু থাকলেও দেশে দেশে সংস্থাটির কার্যক্রম নিশ্চিতভাবে কমবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions