গেম চেঞ্জার তরুণ ভোটার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাবনিকাশ চলছে। রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ নির্বাচনে গেম চেঞ্জারের ভূমিকায় থাকবেন প্রায় ৩ কোটি তরুণ ভোটার। যাদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। দলগুলোর ফোকাসও থাকবে বিপুলসংখ্যক এই তরুণের দিকে।

গত ২৯ জানুয়ারি পর্যন্ত ইসির হিসাব অনুযায়ী দেশে ১৮ থেকে ২৯ বছর বয়সের ভোটার রয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৯৭৩ জন। এর মধ্যে নারী রয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ১৪১ জন; পুরুষ রয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ২৫২ জন ও হিজড়া ৫৮০ জন। এ ছাড়া বাদ পড়া ও ১ জানুয়ারি ২০০৮ সালে যাদের জন্ম হয়েছে তাদের ভোটার তালিকায় যুক্ত করতে গত সোমবার পর্যন্ত ৪৯ লাখ ৭৬ হাজার ৮৪৫ জনের তথ্য সংগ্রহ করেছে ইসি। এ ছাড়া ২ জানুয়ারি গত বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। তাতে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের নাম। তাতে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২। আগামী ২ মার্চ তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

ইসির হিসাবমতে, ১৮ থেকে ২১ বছর বয়সি ভোটার ৭১,৯৯,৭০৭ জন। ২২ থেকে ২৫ বছর বয়সি ভোটার ১,১১,৫৩,১৮৩ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সি ভোটার ১,১৫,৮৯,০৮৩ জন। এ ছাড়া ৩০ থেকে ৩৩ বছর বয়সি ভোটার ১,০৬,৪৭,৪৪১ জন। ৩৪ থেকে ৩৭ বছর বয়সি ভোটার ১৪০২২২৯৪ জন। ৩৮ থেকে ৪১ বছর বয়সি ভোটার ১২০৪৩২৯২ জন। ৪২ থেকে ৪৫ বছর বয়সি ভোটার ১২১৬৭৯৪৯ জন। ৪৬ থেকে ৪৯ বছর বয়সি ভোটার ৯১৬২৫৫৬ জন। ৫০ থেকে ৫৩ বছর বয়সি ভোটার ৭৭৯৪৪৪০ জন। ৫৪ থেকে ৫৭ বছর বয়সি ভোটার ৮০৯৮২৮৬ জন। ৫৮ থেকে ৬০ বছর বয়সি ভোটার ৩২৯০৬৫৬ জন এবং ৬০ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ২৫১১১০৫৪ জন। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন।

ভোটার হালনাগাদে অর্ধ কোটি নাগরিকের তথ্য : এবার ভোটার তালিকা হালনাগাদে ১৭ বছর বয়সি এবং ভোটারযোগ্য বাদ পড়া মিলিয়ে প্রায় অর্ধ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে বাদ যাবেন- এমন ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

গতকাল নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘সোমবার পর্যন্ত বাদ পড়াদের (অতীতে যারা ভোটার হতে পারেননি) মধ্যে ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ ও নতুন ভোটার (যারা আগামী বছর ১ জানুয়ারি আঠারো বছর বা ভোটারযোগ্য হবেন) বৃদ্ধির হার ১ দশমিক ৪৫ শতাংশ। মোট ভোটার বৃদ্ধির হার ৪ শতাংশ।’ ইসির তথ্য অনুযায়ী, চলমান ভোটার হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখ ৭৬ হাজার ৮৪৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে, যদিও লক্ষ্য ছিল ৬১ লাখের ৮৯ হাজার ৩৭৫ জন।

তথ্য সংগ্রহের পরিসংখ্যান : বাদ পড়া ভোটার- ৩১ লাখ ২৭ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ১৪, ৬৪, ৩৮০ জন, নারী ১৬, ৬২, ৯৯২ জন এবং হিজড়া ১৪৭ জন। নতুন ভোটার- ১৮ লাখ ৪৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ৯, ৫৩, ৩১২ জন; নারী ৮, ৯৫, ৭৭৬ জন এবং হিজড়া ২৩৮ জন। মৃত ভোটার কর্তন- ১৫ লাখ ২৭ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ৮, ৭৩, ৪২৯ জন; নারী ৬, ৫৩, ৪০৯ জন এবং হিজড়া ৫৮৮ জন। গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার তথ্য সংগ্রহ শেষে আজ বুধবার শুরু হচ্ছে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে স্থানীয় নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন বাদ পড়ারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions