শিরোনাম
রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা

লুটের অস্ত্র চলে গেছে ডাকাতদের হাতেও

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজারের মহেশখালীর ডাকাত জিয়াউর রহমান পাঁচ বছর আগে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। সেই সব মামলা থেকে রেহাই পেতেই তিনি নিজেকে ভালো মানুষ সাজাতে অস্ত্র জমা দেন। সঙ্গে তাঁর বাহিনীর সদস্যরাও অস্ত্র জমা দিয়েছিলেন।
লোক-দেখানো ভালো সেজে যাওয়া সেই ডাকাত সর্দার জিয়াউর আবারও অস্ত্র সংগ্রহ করেন। এবার তাঁর হাতে আসে লুট হওয়া পুলিশের অস্ত্র। এই খবর জানতে পেরে গত ১৪ নভেম্বর কোস্ট গার্ডের কর্মকর্তারা তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক ও অস্ত্র উদ্ধার করেন। আটকের পর জিয়াউর স্বীকার করেন, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র সংগ্রহ করে ফের ডাকাতিতে নেমেছেন তিনি।
তাঁর বাহিনীর হাতেও পৌঁছেছে লুটের সেইসব অস্ত্র।

লুটের অস্ত্র চলে গেছে ডাকাতদের হাতেওগত ২৫ জানুয়ারি চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় ডাকাতদের একটি গোপন আস্তানা থেকেও লুট হওয়া বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে গত ১৫ আগস্ট ফেনীতে ধরা পড়েছেন রুবেল (২৯) নামের এক যুবক। থানা থেকে লুট হওয়া অস্ত্র যে ডাকাতসহ বিভিন্ন ধরনের অপরাধীদের হাতে চলে গেছে, সেগুলো তারই প্রমাণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

পুলিশের তথ্য মতে, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত বছরের ৫ ও ৬ আগস্ট দেশের বিভিন্ন থানায় ও কারাগারে হামলা চালিয়ে পিস্তল, রিভলভার, শটগানসহ ১১ ধরনের পাঁচ হাজার ৭৫০টি অস্ত্র লুট হয়। এর মধ্যে চার হাজার ৩৫৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এক হাজার ৩৯২টি অস্ত্র উদ্ধারের বাইরে রয়েছে। এসব অস্ত্রের মধ্যে গণভবন ও জাতীয় সংসদ ভবন থেকে লুট হওয়া এসএসএফের অস্ত্রও রয়েছে।

জানা গেছে, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে গত সেপ্টেম্বরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেমন তোড়জোড় শুরু করেছিল, সেটির গতি অনেকটাই কমে গেছে।
অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ের পুলিশ চেইন অব কমান্ডও মানছে না। মানছে না সদর দপ্তরের নির্দেশনাও। বিভিন্ন অজুহাতে তারা থাকছে নিষ্ক্রিয়। আর এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে ডাকাত, ছিনতাইকারী ও দস্যুরা। দিন দিন অপরাধ বাড়ছে। পুলিশের পরিসংখ্যানেই উঠে এসেছে এসব তথ্য।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট মাসে ডাকাতির মামলা হয় ৩৭টি। পরের মাস সেপ্টেম্বরে ডাকাতি বেড়ে ৫৭টিতে দাঁড়ায়। এ ছাড়া এই মাসটিতে ১০৪টি দস্যুতার মামলা হয়। অক্টোবরে ডাকাতির মামলা বেড়ে ৬৮ এবং দস্যুতা ১৫৭টিতে গিয়ে দাঁড়ায়। নভেম্বরে ডাকাতির ৪৭ এবং দস্যুতার ১৩৩টি মামলা হয়। গত ডিসেম্বরে ডাকাতির মামলা হয় ৭১টি এবং দস্যুতার মামলা হয় ১৫৯টি। চলতি জানুয়ারি মাসেও দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির তথ্য মিলছে।

হঠাৎ করে এসব অপরাধ কেন বেড়ে চলছে? এর উত্তর খুঁজতে গিয়ে পুলিশের কাছ থেকে জানা গেছে, মাঠ পর্যায়ের পুলিশের মধ্যে দেখা যাচ্ছে ভারসাম্যহীনতা। কোনো কোনো রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা পুলিশকে প্রভাবিত করছে, যার সঙ্গে জড়িয়েছে আওয়ামী লীগ আমলে সুবিধা পাওয়া পুলিশ সদস্যরাও।

তবে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে কাজ করছে মাঠ পর্যায়ের পুলিশ। অস্ত্র উদ্ধার আমাদের অন্যতম অগ্রাধিকার। সারা দেশে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে।’

সাবেক আইজিপি নুর মোহাম্মদ বলেন, ‘নানা কারণে পুলিশের মনোবল পুরোপুরি ফিরে আসেনি। মানুষ পুলিশের দিকে তাকিয়ে থাকে। মানুষকে আতঙ্কমুক্ত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলো তো ভালো মানুষের হাতে থাকার কথা নয়। অপরাধীরা সংগ্রহ করবে—এটাই স্বাভাবিক।’

তিনি বলেন, পুলিশের মনোবল বাড়াতে প্রতিনিয়ত মোটিভেট করতে হবে। ডাকাতি রোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে।’কালের কণ্ঠ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions