ইসলামি দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে,দুই আমিরের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী সংসদ নির্বাচনে এক হয়ে লড়বে ইসলামি দলগুলো। গতকাল বরিশালের চরমোনাই মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জামায়াতে ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন দুই নেতা।

নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে কর্মী সম্মেলনে অংশ নেওয়ার আগে আমির ডা. শফিকুর রহমান সদর উপজেলার চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদরাসায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরসহ অন্য নেতারা চরমোনাই এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন।’

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সেটা আগে, তারপর নির্বাচন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘রাজনীতির মাঠে চিন্তার ব্যবধান থাকতে পারে। ভিন্নতা থাকতে পারে। আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছার।’ মতবিনিময় শেষে উভয় দলের শীর্ষ নেতারা চরমোনাই দরবার শরীফের মসজিদে একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। এর আগে দুপুর ১২টার দিকে জামায়াত আমির চরমোনাই পৌঁছান। পরে চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামি মাদরাসা পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions