বান্দরবানে সাত কৃষক অপহরণ : লামায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদার দাবিতে নিরাপত্তাহীন জনজীবন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় চাঁদার দাবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজির মাত্রা বেড়েই চলছে। ফলে চাঁদার দাবিতে একের পর এক
ঘটছে অপহরণের ঘটনা। সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক এ ধরণের অপহরণ ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের নিরাপত্তার উপর প্রভাব পড়েছে। চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না পাহাড়ি-বাঙালি কেউ।

অপহরণ, চাঁদাবাজি ও হুমকির শিকার অনেকে জানিয়েছেন, পাহাড়ি সশস্ত্র চাঁদাবাজরা কখনও জেএসএস সন্তু লারমার সশস্ত্র শাখা, জেএসএস এমএন ও ইউপিডিএফ বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে।

বুধবার ভোর রাতে সরই ইউনিয়নের বমুখাল নামক এলাকা থেকে পাহাড়ি সন্ত্রাসীরা ৭ জন তামাক চাষে নিয়োজিত শ্রমিককে অপহরণ করে। তিন কৃষকের তামাকের খামার বাড়ি থেকে এই ৭ জনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। এ ঘটনায় যৌথবাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

অপহরণের শিকার পরিবারের লোকজন জানান, সশস্ত্র অবস্থায় পাহাড়ি সন্ত্রাসীরা তামাকের খামার বাড়িতে আসে। এ সময় ৩টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতরা হলেন, খামারের মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮), মো. আবু হানিফ (২১)।

এর আগে গত ১৯ ডিসেম্বর চাঁদার দাবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা লামা রাবার ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার জসিম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিপুল অঙ্কের চাঁদা আদায় করে তাকে ছেড়ে দেয়। তার কিছুদিন পর ফাদু খোলা এলাকা থেকে দুই নির্মাণ শ্রমিককে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। গত ০৪ জানুয়ারি সরই ইউনিয়নের মেরাইত্যা থেকে ক্লিপটন গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মো. রফিকুল ইসলামকে চাঁদার দাবিতে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে তাকেও একই কায়দায় চাঁদা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, অপহরণকারীরা গাছ, বাঁশ, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, বাগান মালিক, মোটরসাইকেল চালক, তামাক চাষী, বিভিন্ন ব্যক্তি ও ছোট-বড় ব্যবসায়ীদেরকে মোবাইলের মাধ্যমে চাঁদা দাবি করে হুমকি দিচ্ছেন।

লামা থানার অফিসার ইনচার্জ শাহদাৎ হোসেন পার্বত্যনিউজকে বলেন, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions