রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী হাসপাতাল এলাকায় ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশখালী এলাকা থেকে ট্রাকটি বাঁশ নিয়ে আসার পথে গাড়ি থেকে পড়ে এই শ্রমিক গুরুতর আহত হয়। পরে চট্টগ্রামে সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।
রানীরহাট বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মেম্বার মৃত্যুর ঘটনা স্বীকার করলেও ট্রাকটিতে বাঁশ থাকার কথা অস্বীকার করেন।
নিহত শ্রমিক মো. শাহ আলম রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী মো. হোসের মেম্বারের একটি ট্রাক কাশখালী এলাকা থেকে বাঁশ নিয়ে আসার সময় হাসপাতাল এলাকা দিয়ে যাওয়ার পথে ড্রাইভারের অসতর্কতার কারণে ঐ শ্রমিক গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম হাসপাতাল নিলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাগড় বড়ুয়া জানান, মাথায় গুরুতর আঘাত নিয়ে একজনকে আনা হয়েছে আমরা দ্রুত চিকিৎসা দি, কিন্তু তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, একজন শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনেছি তবে কেউ এখনো কোন অভিযোগ করেনি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।