শিরোনাম
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান- জানালেন উপেন্দ্র দ্বিবেদী অন্তর্বর্তী সরকার গঠন রেফারেন্স-মতামত প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট খারিজ বান্দরবানে জমিতে কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ রাঙ্গামাটির রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ, এক লাখ টাকা জরিমানা ১১ বছরে বিএসএফের গুলিতে নিহত ২৮৯ বাংলাদেশি কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ, সতর্ক বিজিবি সমালোচনার মুখে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ রেহানার কাছ থেকে রেহাই মিলত না ব্যাংকের বাড়তি শুল্ক-ভ্যাটের উত্তাপে বাজার গরম শেখ হাসিনার ডিও লেটারে চাকরি পাওয়া ১০ কর্মকর্তা এখনো বহাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাবিপ্রবিতে ভিসি নিয়োগে দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা, ২ ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলা প্রশাসন ও জেলা বিএনপি’র প্রতিশ্রুতিতে আগামী ৭২ঘন্টার মধ্যে ভিসি নিয়োগের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ স্থগিত করেন। এরআগে সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে ব্যানার প্লে-কার্ড হাতে নিয়ে একটি বিক্ষোভসহ প্রতিষ্ঠান হতে রওনা হয়ে শহরের প্রধান সড়ক ও বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ চৌমুনীতে সড়ক অবরোধ করে। এসময় পুরো শহরে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ শেষে জেলা প্রশাসন ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দের আশ্বসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

এসময় শাবিপ্রবির শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগষ্টের পর হতে ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার, সহ-রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদগুলো খালি রয়েছে। এই ব্যাপারে আমরা বার বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের সকলকে অবগত করে আসছি। কে শুনে কার কথা। ১৭ ডিসেম্বর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের শূন্য পদ দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে আমরা কোন প্রকার প্রতিকার না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের একদফা একদাবি আগামী বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনে যাবো আমরা।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আগামী ৭২ঘন্টার মধ্যে ভিসি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবো। ইতোমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। ভিসি নিয়োগের ফাইল শিক্ষামন্ত্রণালয়ে উঠেছে। আজ বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। ওখান থেকে রাষ্ট্রপতি কার্যালয় যাবে। তিনি আরো বলেন, আগামীকাল বা পরশু ভিসি নিয়োগ দেওয়া হবে।

বিএনপি’র জেলা সভাপতি দীপন তালুকদার দিপু বলেন, জেলা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন কর্তৃপক্ষের সাথে কথা বলে ৭২ঘন্টার মধ্যে ভিসি নিয়োগে চুড়ান্ত ব্যবস্থা নেবে। তাই আমাদের উচিৎ তাদেরকে সময় দেওয়া। শিক্ষার্থীদের দাবি যথাযথ। এই দাবির সাথে আমরাও একমত। তাদের দাভির সাথে আমরা একাত্ত্বতা ঘোষণা করে বলতে চাই আগামী বুধবারের মধ্যে ভিসি নিয়োগ না দেওয়া হলে জেলা বিএনপিও শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ গ্রহন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দীনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক উপাচার্য অধ্যাপক সেলিনা আখতারের পদত্যাগের পর, ১৮ আগস্ট ২০২৪ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। শিক্ষক নিযুক্তি, একাডেমিক কার্যক্রম এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আটকে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions