রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে উপজেলার কাট্টলী বিলের বন্ধুকভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় এম আর রাইফেল, এ্যামো ৩০ রাউন্ড, সেনাবাহিনীর নকল পোশাক, মুঠোফোন ১২ টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ০২ টি, ব্যাগ ০৫ টি, কম্বল ১০ টি এবং বিভিন্ন প্রকারের নথি সামগ্রী উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।