‘রাঙ্গামাটি:- দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার বিষয়ে সভায় উপস্থিত সকলে মতামত দিয়েছে জানিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে পক্ষে সকলেই মত দিয়েছেন। বিষয়গুলো গুরুত্ব বিবেচনা করে কমিশনে জমা দেয়া হবে। সোমবার রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সভায় বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ, কমিশনের সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ জানান, পার্বত্য জেলা পরিষদগুলো অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। ১৯৮৯ এর পর থেকে দীর্ঘ সময় পরিষদগুলোর কোনও নির্বাচন হয়নি। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠানগুলো বৈধতা হারাবে। তিনি আর বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন করতে হলে আলাদা ভোটার তালিকা তৈরি করা হবে। কিন্তু এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাই এই অঞ্চলের মানুষকেই জেলা পরিষদ নির্বাচন ইস্যুত ঐক্যমত হতে হবে।