শিরোনাম
রাজনীতিতে বিভক্তি চরমে,জামায়াতসহ সাত দল রাজপথে, পর্যবেক্ষণে বিএনপি ও সমমনারা বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? সুদানের মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮ এশিয়া কাপ,ওমানের লড়াইয়ের পরও অপরাজিত থাকলো ভারত ডাকসু-জাকসুতে শিবিরের জয়: জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে? রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী নদী খাল হাওর জলাশয় খননে লাগবে সরকার অনুমোদিত ড্রেজার রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারো বন্ধ করে দেওয়া হলো রাঙ্গামাটি লিগ্যাল এইডে সমাধান হবে যেসব মামলা সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ খুলনায় গেল এয়ার অ্যাম্বুলেন্সে

দুদকের নতুন চেয়ারম্যান ড. মোমেন, কমিশনার আলী আকবর ও আহসান ফরিদ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনক্রমে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হয়েছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এছাড়া একই দিনে দুজন কমিশনারের বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

দুই কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। এ নিয়ে আজই সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সঙ্গে দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনও পদত্যাগ করেন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ খালি ছিল।

ড. এম এ মোমেন গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। এদিনই প্রধান উপদেষ্টা কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।পদত্যাগপত্র গৃহীত হলে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ সকালেই সেটি অনুমোদন করা হয়।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions