শিরোনাম
পাহাড়ে কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে গড়েছে বনমোরগের খামার বৈষম্যবিরোধী আন্দোলন,প্রথম খসড়া তালিকায় নিহত ৮৫৮ জন, আহত সাড়ে ১১ হাজার আনুপাতিক হারে জাতীয় নির্বাচনের চিন্তা, বিএনপি কোন পথে সিভিল সার্ভিসে বিশৃঙ্খলার শঙ্কা, কলমবিরতি-মানববন্ধন-সমাবেশের ঘোষণা সংসদ নির্বাচন ইভিএমে হবে না, যন্ত্রগুলো কী করবে ইসি মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? আসছে হাসিনা আমলের চেয়ে বড় বাজেট,আকার হতে পারে ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকা ফের আন্দোলনে নামছে বিএনপি,দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি প্রশাসনিক সংস্কারে ডিসিদের আপত্তি! বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ

‘হাসিনাকে বলুন আমরা তার বক্তব্য পছন্দ করছি না’

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তীকালীন সরকার। এই বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে ঢাকা। সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এফওসিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা শুনেছেন শনিবারও তিনি একটি বক্তৃতা করেছেন। সরকার এসব পছন্দ করছেন না এটা আমরা তাদের স্পষ্ট করেই জানিয়েছি। বাংলাদেশ সরকার যে অসন্তুষ্ট এটা তাকেও (প্রাক্তন প্রধানমন্ত্রী) জানাতে বলেছি। বাংলাদেশের ওই অনুরোধের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব কী বলেছেন- জানতে চাইলে মিস্টার উদ্দিন বলেন, আমার কাউন্টার পার্ট বিষয়টি নোটে নিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, তার কথাবার্তা আমাদের দুই দেশের সম্পর্ককে খুব একটা প্রভাবিত করতে পারবে না বলেই তিনি আশা করেন। তাৎপর্যপূর্ণ এক সফরে রোববার সকালে ঢাকায় আসেন ভারতের পরাষ্ট্র সচিব বিনয় মিশ্রি। দিনের শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠক করেন। পরে পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক, স্টক টেকিং বা স্ট্রাকচার্ড আলোচনা ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে বসেন। প্রায় সাড়ে তিনঘণ্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়। আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে অংশ তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা। বৈঠক বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আলাদা আলাদা ব্রিফ করেছেন। ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব একগাদা প্রশ্নের জবাব দিলেও দিল্লির বিদেশ সচিব কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হননি। বৈঠক সূত্র বলছে, সেখানে মোটা দাগে বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা। ঢাকার প্রতিনিধিরা ব্যাখ্যাসহ জবাব দিয়েছেন। খোলাসা করে যেটা বলা হয়েছে তা হলো- দুই প্রতিবেশির সম্পর্ক ‘বন্ধুত্ব, ‘পারস্পরিক নির্ভরশীলতা’ এবং মাঝে-মধ্যে ‘উদ্বেগ-উৎকণ্ঠা’র মিশেলে হয়ে থাকে। এটাই বাস্তব। বাংলাদেশ-ভারত সম্পর্কও তার ব্যতিক্রম নয়। কিন্তু সবকিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে। তাছাড়া মানুষের সেন্টিমেন্টে লাগে এ সব ঘটনা যখন সামনে আসে। বিশেষত: অভ্যন্তরীণ বিচ্ছিন্ন ঘটনাকে যখন বড় করে দেখানো হয় এবং রাজনৈতিক নেতৃত্ব বা সরকারি পর্যায়ে এটা নিয়ে যখন কথা বলা হয়। বাংলাদেশ সমস্যা অ্যাড্রেস করে এবং এ নিয়ে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত কূটনৈতিক চ্যানেলে বার্তা দিলেও মানুষের মধ্যে ক্ষোভের এতো সঞ্চার হতো না বলে মনে করে ঢাকা। আলোচনায় উভয়ের তরফেই বলা হয় বাস্তবতা অস্বীকার করার মধ্যে কোনো কল্যাণ নেই। বরং এতে সমস্যা বাড়বে। তাই উভয়ের যৌক্তিক কনসার্ন যত দ্রুত অ্যাড্রেস করা যাবে, ততই মঙ্গল। ভারতের পররাষ্ট্র সচিবের এবারের সফরের অর্জন সম্পর্কে ঢাকার এক কর্মকর্তা বলেন, দূরে থেকে তিনি বা দিল্লি যা ভাবছিলো এখানে আসা এবং আলোচনার পর নিশ্চয়ই তাদের নতুন উপলব্ধি হবে। আমাদের বক্তব্য কতটা তারা আমলে নিয়েছেন অর্থাৎ সম্পর্কে যে বরফ জমেছে তা কতটা গলেছে সচিবের সফরে, তা আগামী দিনের সাউথ ব্লক, পার্লামেন্ট এবং রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য-বিবৃতিতে নিশ্চিতভাবে রিফ্লেকশন থাকবে।

হাসিনাকে ফেরানো নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব: জুলাই-আগস্টের গণহত্যা এবং দেশে ১৫ বছরের দুঃশাসনের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরানোর কোনো অনুরোধ দিল্লির কাছে বাংলাদেশ করেছে কিনা? এমন প্রশ্ন ছিল সংবাদ ব্রিফিংয়ে। জবাবে সচিব বলেন, ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো কোনো অনুরোধ না আসায় তা তারা সরাসরি করেননি। এটাকে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে সচিব বলেন, সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। এটা এফওসিতে বা যে কোনো পর্যায়ে হতে পারে। সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে। দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও অনুরোধ করা যেতে পারে।

অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ যা বলেছেন: বাংলাদেশে জুলাই-আগস্ট অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ানের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। সচিব বলেন, আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই।’ তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার সরজমিন বাস্তব অবস্থা দেখা ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করাটা যে ঠিক হচ্ছে না, সেটা ভারতকে জানানো হয়েছে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, আমরা বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সীমান্তে হত্যার প্রসঙ্গটি আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, প্রতিটি জীবন মূল্যবান। এ লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচারসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূল করতে ভারতের সহযোগিতাসহ সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি।

ইতিবাচক সম্পর্কের প্রত্যয়, সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ পুনর্ব্যক্ত ভারতের: ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। সোমবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বিক্রম মিশ্রি বলেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সবসময়, অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্কটিকে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখতে থাকবো। যেই সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে কেন অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময়ে, আমরা কিছু সামপ্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলোকে জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি।

টানাপড়েনের মধ্যেই হলো দিল্লি বিদেশ সফর: দুই দেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যেই সোমবার ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্রসচিব। দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হলো পররাষ্ট্র সচিবদের বৈঠক। গত সপ্তাহে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলা করে স্থানীয় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর প্রতিবাদে পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেষ মুহূর্তে দুই পররাষ্ট্র সচিবের পূর্বনির্ধারিত বৈঠক নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু না। শেষ পর্যন্ত অত্যন্ত পজিটিভ মুডেই সফরটি হলো। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ছিল ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি ছিল বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর।

ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় দিল্লি, প্রধান উপদেষ্টাকে বিদেশ সচিব
ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, আমরা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। গতকাল বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার মিডিয়া সেল এ তথ্য জানায়।
প্রধান উপদেষ্টা বৈঠকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের নৃশংসতা ও দুর্নীতিগ্রস্ত স্বৈরতন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দেশের জনগণ উদ্বিগ্ন কারণ তিনি সেখানে বসে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। এটা উত্তেজনা সৃষ্টি করছে। প্রফেসর ইউনূস ব্যাখ্যা করেন, কীভাবে জুলাই-আগস্টে বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত দুঃশাসনের ইতি টেনেছে। সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে- তাদের স্বপ্ন বাস্তবায়ন করা। এটি নতুন বাংলাদেশ। মিশ্রি প্রধান উপদেষ্টাকে বলেন, আপনার দায়িত্ব গ্রহণের পর আপনাকে ভারতের প্রধানমন্ত্রী প্রথম বিশ্বনেতা হিসেবে অভিনন্দন জানিয়েছেন। আমরা আপনার সফলতা কামনা করছি। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমের প্রচারণা আমাদের সরকারের ধারণা সম্পূর্ণ ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এটা ভুল ধারণা যে, ভারত বাংলাদেশে নির্দিষ্ট কোনো একটি দলের সঙ্গে সম্পর্ক রাখছে। বরং সম্পর্ক সবার সঙ্গে রাখছে। প্রফেসর ইউনূস বন্যা ও পানি ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে সার্ককে পুনরুজ্জীবিত করতে তার উদ্যোগে যোগ দিতে বলেন। আমরা সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চাই। মিশ্রি বলেন, ভারত সার্কের সঙ্গে সম্পর্ক রেখেছে। যদিও এখানে কিছু বাধা রয়েছে। সংখ্যালঘু ইস্যুতে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সব নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ধর্ম, বর্ণ, লিঙ্গ বিবেচনা না করে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আমরা একটি পরিবার। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টাকে বিক্রম মিশ্রি গত মাসের থেকে ভিসা দ্বিগুণ করার কথা জানান। বলেন, পর্যায়ক্রমে এটি বাড়ানো হবে। আমরা আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ও আরও জোরদার করতে আগ্রহী। বাংলাদেশে হাইকমিশনে আক্রমণের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, সহিংস আক্রমণের বিষয়ে আগেই বলা হয়েছে। তারা দুঃখ প্রকাশ করছে। তারা যেহেতু সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে এসেছে। তাই সেটি বলা হয়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রোপাগান্ডার জবাব লিখিত-মৌখিক আগেই জানিয়েছি। এগুলো বেশির ভাগই রাজনীতির অংশ। সরকার এটি ধারণ করে না বলে জানিয়েছে। তিনি বলেন, সম্পর্কের মেঘ দূর করতে হবে। পারস্পরিক স্বার্থ নিয়ে কাজ করার অনেক কিছু রয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সুনির্ধারিত বিষয়গুলো পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions