বান্দরবান:- বান্দরবানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম এক হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম চিংসামং ওরপে রাহুল তঞ্চঙ্গ্যা (৩২)। বৃহস্পতিবার সকালে এগারোটায় বান্দরবান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।
আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে বান্দরবান জেলায় শতাধিকের বেশি মোটরসাইকেল চুরি হয়েছে। তারমধ্যে নভেম্বর মাসেই জেলা শহরে ১৭টি এবং সদর উপজেলায় ৩৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। আর শুধুমাত্র মেম্বার পাড়া থেকে গত সপ্তাহে চুরি হয়েছে ৫টি মোটরসাইকেল। আর এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় মোটরসাইকেল চুরি হয়েছে ২৮৭টি। সিন্ডিকেটটি মোটরসাইকেল চুরি করে ঘটনাস্থলে যোগাযোগের জন্য দেয়ালে লিখে রেখে যেত মোবাইল নাম্বারও। তাদের চাহিতামত চাঁদা বা মুক্তিপণের অর্থ দিলেই আশপাশের পুকুর জলাশয়, পাহাড়ের ঢালুতে জঙ্গলে এবং পরিত্যক্ত বিভিন্ন জায়গায় পাওয়া যেত চুরি হওয়া মোটরসাইকেল।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একাধিক টিম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে অভিযানে সিন্ডিকেটের অন্যতম এক হোতা চিংসামং ওরফে রাহুল তঞ্চঙ্গ্যা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের গুই খৈং এলাকার সাথিমং এর ছেলে।
পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, মেম্বার পাড়া এলাকায় বাসার গেইটের তালা ভেঙে পার্কিংয়ে থাকা দুটি মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত মো. সাঈদ। মোটরসাইকেল চুরির সাথে জড়িত চিংচামংকে চন্দনাইশের ধোপাছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরআগেও চিংচামংএর বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর পুলিশের কাছে স্বীকার করেছে ইউটিউবের সাহায্যে মোটরসাইকেলের লক ভাঙা ও দুইটি তারের সংযুক্তির মাধ্যমে চাবি ছাড়া মোটরসাইকেল চালু করার কৌশল আয়ত্ব করে চিংসামং। পরে জেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় ঘুরে ঘুরে টার্গেট করা মোটরসাইকেল গুলো রাতে চুরি করে নিয়ে যেত।