বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কুইত্ত্যা ঝিরি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর জানায়, অভিযানের সময় আনুমানিক ১০-১২ জন কেএনএফ সদস্যকে দেখতে পেয়ে সেনাবাহিনী গুলি চালায়। এ সময় ৩ জন কেএনএফ সদস্য নিহত হয়। অন্য কেএনএফ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১টি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ২টি SBBL বন্দুক, কেএনএফের ইউনিফর্ম, ল্যাপটপ, ওয়াকিটকি সেট উদ্ধার করে।
অভিযানের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এ অভিযান এখনো চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, কুইত্ত্যা ঝিড়ি এলাকায় বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানে রুমা উপজেলায় ১ নং পাইন্দু ইউনিয়নে ৬নং ওয়ার্ড এলাকায় মূননুয়াম পাড়া থেকে পূর্ব দিকে চার কিলোমিটার দূরে দুর্গম কুইত্ত্যা ঝিরির নিকটবর্তী জঙ্গলে গতকাল রাত থেকে কেএনএফ সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।