খাগড়াছড়ি:- বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার কবুতরছড়া মোড়ে রাস্তার মাথা এলাকায় ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পাহাড়ে পিছিয়ে পড়া দুঃস্থ ও অসহায় পাহাড়ি, বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মো: কামরুল হাসান পিএসসি।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী প্রায় ছয়শত পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন। এছাড়াও, শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয়ে ৫টি সিলিং ফ্যান, মাটিরাঙ্গা প্রেস ক্লাবে ১০ হাজার টাকা ও কন্যা দায়গ্রস্থ পিতাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জোন অধিনায়ক লে.কর্নেল মো: কামরুল হাসান পিএসসি ।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান ও উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন।
জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।
খোগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা
খাগড়াছড়ি:- বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার কবুতরছড়া মোড়ে রাস্তার মাথা এলাকায় ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পাহাড়ে পিছিয়ে পড়া দুঃস্থ ও অসহায় পাহাড়ি, বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মো: কামরুল হাসান পিএসসি।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী প্রায় ছয়শত পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন। এছাড়াও, শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয়ে ৫টি সিলিং ফ্যান, মাটিরাঙ্গা প্রেস ক্লাবে ১০ হাজার টাকা ও কন্যা দায়গ্রস্থ পিতাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জোন অধিনায়ক লে.কর্নেল মো: কামরুল হাসান পিএসসি ।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান ও উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন।
জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।