অন্তর্বর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হত্যা মামলার পলাতক আসামি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গত ৭ নভেম্বর অর্ন্তভর্তিকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠন হওয়ার পর থেকে বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পাচ্ছেনা। অভিযোগ রয়েছে পনের সদস্য বিশিষ্ট এ পরিষদের রাঙ্গামাটি জেলার জনগুরুত্বপূর্ন কাউখালী, বরকল , জুরাছড়ি ও রাজস্থলী উপজেলাসহ চারটি উপজেলা থেকে কোন প্রার্থীকেই রাখা হয়নি। এ নিয়ে এসব উপজেলার সাধারন জনসাধারনের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে।
এবার অভিযোগ উঠেছে হত্যা মামলার এক পলাতক আসামিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে নিয়োগ দেওয়া প্রসঙ্গে। যার বিরুদ্ধে এসব অভিযোগ তিনি হচ্ছেন প্রনতি রঞ্জন খীসা। তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ননি পুতুল খীসার ছেলে । তিনি বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা জিআর নং ৩১৯/২০১৮ রাঙ্গামাটির আদালতে বিচারাধীন রয়েছে। নানিয়ারচর থানায় দায়ের হওয়ায় হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ নাজির আলম মামলায় পলাতক আসামীর সত্যতা স্বীকার করে বলেছেন কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।
মামলার সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর নানিয়ারচর বাজার সংলগ্ন বিহার পাড়া এলাকায় শান্ত ওরফে শান্তি চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী রিপনা চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। পরে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় আসামিদের বিরুদ্ধে রাঙ্গামাটির আদালতে নানিয়ারচর থানার অভিযোগ পত্র নং-০৬/২০২০, তারিখ-২৫/০৬/২০২০,ধারা-৩০২/৩৪ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির বিশিষ্ট আইনজীবী রাজীব চাকমা বলেন,সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসার নাম ওই মামলার আসামির তালিকায় রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে প্রনতি রঞ্জন খীসা বলেন,মামলাটির আসামির তালিকায় তার নাম ছিল। কিন্তু এতে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করায় পরে বাদীর সঙ্গে তার আপোষ হয়ে ছিল।
এই মামলার ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, নানিয়ারচর থানায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শুনেছি তিনি সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে যোগদান করেছেন। আমি ভাল করে কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions