রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েছে অফিসে যোগ দিতে যাওয়া জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও অন্তবর্তীকালীন কমিটির সদস্যরা।
রোববার ছাত্ররা ঘণ্টাব্যাপী ব্যানার নিয়ে জেলা পরিষদের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।
ছাত্ররা বলেন, রাঙ্গামাটি আদালতে আওয়ামীপন্থি পিপি, সহকারী পিপি, অতিরিক্ত পিপি এবং নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ কমিটিতে ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন করা হয়েছে। তাদের প্রতিহত না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্রনেতা মো. রাকিব হোসেন, মো. মোস্তফা কামাল, মো. ইমাম হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।