বয়সের কাছে হার মানেনি কাঞ্চনের ভালোবাসা, হয়েছেন কন্যা সন্তানের বাবা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৯ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- চলতি বছরেই বেশ ঘটা করে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এসেছিলেন আলোচনা-সমালোচনায়। বিয়ের পরে প্রথমবারের মতো দীপাবলিতে নিজেদের ভালোবাসার রং তুলির আঁকিবুঁকি করেছেন দু’জন। তুলেছেন বাহারি পোশাকে নানান ঢংয়ে ছবিও।

আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই আবারও নেটিজেনদের মধ্যে চর্চিত হচ্ছেন এই দম্পতি। নেটিজেনদের দাবি, ছবিগুলোতে শ্রীময়ীকে একটু অন্যরকম লাগছে। অনেকেই বলছেন মা হতে যাচ্ছে শ্রীময়ী।

কয়েকদিন আগে স্যোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে শ্রীময়ী এবং কাঞ্চনের কিছু ছবি। যেখানে দেখা যায় শাড়িতে ঢাকা বেবি বাম্পে হাত দিয়ে আনমনে দাঁড়িয়ে আছে সদ্য বিবাহিত শ্রীময়ী। আর এমন ছবিতেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তবে কি সত্যিই মা হতে চলেছেন শ্রীময়ী! যদিও বিষয়টি নিয়ে এই তারকা দম্পতির কেউই সরাসরি কথা বলেননি।

চলতি বছরের মার্চ মাসেই গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। কাঞ্চন মল্লিক বয়সে মোটামুটি বলা যায় শ্রীময়ীর আঙ্কেলের বয়সী। বিয়ে করেছেন আগেও তবে টেকেনি সেই সংসার। পরবর্তীতে প্রেমে পড়েন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের সময় দু’জনের বয়সের পার্থক্য নিয়ে বিভিন্ন মহলে হয়েছেন ট্রলের শিকার।

বিয়ের সময়ের নানা রকম কথাও শুনতে হয়েছে তাদের। তাই হয়তো এমন সুখবরটি সকলের অগোচরেই রাখতে চেয়েছে তারা। এদিকে আগেই বলেছিল শ্রীময়ী যে তার সংসার করা বহুদিনের শখ। জানা যায়, কাঞ্চনের সাথে সুখে আছেন তিনি। এ কলাকুশলীদের অনেকেই বলছেন দ্রুতই হয়তে সুখবর দিতে পারেন এই বহু চর্চিত তারকা জুটি।

তবে সব জল্পনা কল্পনায় অবসান ঘটিতে গতকাল রাতে কাঞ্চন মল্লিক নিজের ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, আমরা অনেক খুশি আমাদের ঘর আলো করে মা লক্ষী এসেছে।
এ বিষয়ে কাঞ্চন সাংবাদিকদের বলেন,’ আমার মেয়ে হয়েছে। আমরা কেউ কাউকে কিছু বলিনি। সন্তানসম্ভবা হলে একটা পরিবারের বিষয় থাকে তো, যে কাউকে বলতে নেই ইত্যাদি।
আমরা পুরোটাই চেপে ছিলাম। কিন্তু বিকেল থেকে ওর শরীরটা খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে ভর্তি করাই ডাক্তারের পরামর্শে, ওটি হয়। শ্রীময়ী এখন ভালো আছে। আমি খুব গর্বিত যে আমার মেয়ে হয়েছে। মা-মেয়ে দুজনেই ভালো আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions