বঙ্গভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, আহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভের সময় বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেছে একদল আন্দোলনকারী। এসময় তাদের বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তখন সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), হকার শফিকুল ইসলাম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫), চিত্রসাংবাদিক রিপন রেজা (২৮), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০)।

আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় সেখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হলে তার কানে সমস্যা হয়।

আহত শফিকুল ইসলাম জানান, তিনি হকারির কাজ করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। হঠাৎ সেখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হলে তার পায়ে আঘাত লাগে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তিনজনের পায়ে সামান্য আঘাত রয়েছে। সাউন্ডের গ্রেনেড বিস্ফোরণের কারণে দুইজনের কানে কিছুটা সমস্যা দেখা দেয়। জরুরি বিভাগ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions