রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেয়ায় হাসিনার প্রধানমন্ত্রী থাকার সুযোগই নেই’

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাষ্ট্রপতি সংবিধান সংসদ ভেঙে দেয়ার পর শেখ হাসিনার সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর পদে থাকার সুযোগ নেই বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাছাড়া শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছেন এমন বক্তব্যেরও কোনো আইনগত ভিত্তি নেই বলে মনে করেন তারা।
সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কের বিষয়ে সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বলেন, ‘রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে, মন্ত্রী পরিষদ ভেঙে দেয়া হয়েছে। এরপর কিভাবে একজন প্রধানমন্ত্রী থাকে? সংসদ ভেঙে দেওয়ার পর সংবিধানের অনুযায়ী আগের সবকিছুই বাতিল হয়ে গেছে।’

একইভাবে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ভয়েস অফ আমেরিকাকে বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এবং রাষ্ট্রপতি নিজেই যখন বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন এসব বিতর্ক অর্থহীন।’

সুব্রত চৌধুরী আরো বলেন, ‘রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে আর কিছুই থাকে না। একমাত্র সংসদের স্পিকার থাকে পরবর্তী সংসদ না আসা পর্যন্ত। এখন তো স্পিকারও স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার অধ্যাপক ইউসুফ আলীকে দায়িত্ব দিয়েছিল শপথ পাঠ করানোর জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আগামী নির্বাচন যখন হবে, তখন ওই সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে একজনকে দায়িত্ব দিবেন শপথ পাঠ করানোর জন্য।’

ওদিকে ‘সাংবিধানিকভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আছে, এটা তিনি নিজেই দাবি করেছেন তারও সুনির্দিষ্ট কোনো আইনগত প্রমাণ নেই,’ বলে উল্লেখ করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

‘রাষ্ট্রপতি যখন অবিসংবাদিতভাবে সংসদ বিলুপ্ত করেছেন এবং তখন শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপনের প্রয়োজন নেই’ বলে যোগ করেন আহসানুল করিম।

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তার অপসারণের দাবি উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।

সোমবার (২১ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের বিচার ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখনো সময় আছে, বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনি আপনার নিজের রাস্তা দেখে নিন।’

মঙ্গলবারের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে কর্মসূচি দেয়া হবে বলে সোমবার (২১ অক্টোবর) জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এছাড়া রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কক্সবাজারসহ কয়েক স্থানে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সূত্র : ভিওএ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions