‘দরদ’-এর সঙ্গে অন্য ছবি মেলাতে পারলেই কোটি টাকা পুরস্কার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- গতকালই জানা গেছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি ট্রেলার এসেছে এরই মধ্যে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। পরিচালকের দাবি, প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন তিনি।
সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রেডিং ছাড়াই পেয়েছে ছাড়পত্র। তবে সিনেমাটির পরিচালক অনন্য মামুন একটি কুইজ দিয়ে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেন। অনন্য মামুন সব সময় ভক্তদের চমক দিতে পছন্দ করেন। তেমনি একটি প্রশ্ন ছুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন নির্মাতা।
তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার ভালো লাগল এই প্রথম কোনো সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’

দর্শকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে অনন্য মামুন লেখেন, ‘তবে এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।

এর আগে শাকিব খানও তার ফেসবুকে ‘দরদ’-এর খবর জানিয়েছিলেন। নির্মাতার পোস্ট করা একই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।

‘দরদ’ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দরদ পাস। গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে।
দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু বলতে পারব না।’

প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এ ছাড়া রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions