শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নাম পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন “শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স” কে “পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স” এবং “শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র’ এর নাম পরিবর্তন করে “পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র” হিসেবে নামকরণ করা হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যার স্মারক নম্বর -২৯.০০.০০০০.২১৩.২৮.০৩১.২০-৬৬৮ তারিখ- ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন “শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স” এবং সংযুক্ত দপ্তর “শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র’ এর নামের পরিবর্তে যথাক্রমে (১)”পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স” এবং (২) সংযুক্ত দপ্তর “পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র” হিসেবে নামকরণ করা হলো।

এতে বলা হয়েছে-যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যঅবাসন ও পুনর্বাসন এবং অ্যভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবকে অনুলিপি দেয়া হয়।

এছাড়া বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিসের উপ-পরিচালক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা ওপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকেও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনটির অনুলিপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions