শিরোনাম

যুক্তরাষ্ট্রের লিগে মেসির ইতিহাস

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ দেখা হয়েছে

ডেস্ক রর্পোট:- ফুটবল মাঠে ইতিহাস রচনা করেই চলেছেন লিওনেল মেসি। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে কম ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোলের সাথে যুক্ত থাকার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলে জয়ে জোড়া গোল করেন মেসি। লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতেও ছিল তার অবদান।

পিছিয়ে পড়া দলকে এদিন ম্যাচের ২৬তম মিনিটে সমতায় ফেরার রেকর্ড আটবারের বর্ষসেরা তারকা। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলে এগিয়ে নেন দলকে। আর যোগ করা সময়ে বন্ধু ও সতীর্থ সুয়ারেজকে দিয়ে করার দলের তৃতীয় গোল।

এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফেরেন ফুটবল জাদুকর। সব মিলিয়ে চলতি লিগ আসরে তার গোল হলো ১৫টি। সাথে ১৬টি গোলে আছে অ্যাসিস্ট। এমএলএসে ১৯ ম্যাচে এত গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নেই আর কারো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions