খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ আবু হাসনাত তানজিন এর বাবা মো. শাহজালাল এর হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় তানজিনের শারীরিক খোঁজ খবর নেন ও ভবিষ্যতে আরো সহযোগিতা আশ্বাস দেন ওয়াদুদ ভূইয়া।

আহত শিক্ষার্থী আবু হাসনাত তানজিন গত এক মাস ধরে সিএমএইচ এ চিকিৎসাধীন আছেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রফিক হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৪ আগস্ট দুপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায় ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি বাস ভবনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। হামলা থেকে বাদ যায়নি বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল’র বাড়ী ও অফিস। পুরো শহরে সন্ত্রাসীরা অসংখ্য ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় তানজিনসহ ১০ শিক্ষার্থী, সাংবাদিক-পথচারীসহ আরো অন্তত ২০ জন আহত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions