ডেস্ক রির্পোট:- বেলজিয়ামের হয়ে সবশেষ ২০২৩ সালের জুনে অস্ট্রিয়ার বিপক্ষে খেলেছেন থিবো কোর্তোয়া। এরপর আর জাতীয় দলের গোলবার সামলাতে দেখা যায়নি তাকে। এরই মধ্যে কোর্তোয়া দিলেন কঠিন এক বার্তা। বর্তমান কোচ ডোমেনিকো তাদেস্কোর অধীনে খেলতে চান না বলে জানিয়েছেন তিনি।
সামাজিম মাধ্যমে এক পোস্ট শেয়ার করে বিষয়টা নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক। তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, কোচের সঙ্গে ঝামেলা এবং সে সবের প্রতিক্রিয়া আমি সিদ্ধান্ত নিয়েছি তার অধীনে আর জাতীয় দলের হয়ে খেলব না। বিষয়টির ব্যাপারে নিজে থেকে দায়দায়িত্ব নিচ্ছি। যাইহোক, তার ওপর আমার আস্থার অভাব থাকলেও আন্তরিকতা পথে কোনো অসুবিধা তৈরি করবে না।’
গত বছর তাদেস্কোর সঙ্গে তর্কে ঝড়ানোর কারণে এ বছর বেলজিয়ামের ইউরোর দল থেকে বাদ পড়েন কোর্তোয়া। বিষয়টা নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচ খেলা গোলরক্ষক বলেছেন, ‘আমার সিদ্ধান্ত নিয়ে ফেডারেশনের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি এবং তারা আমার বিষয়টি মেনে নিয়েছে। কিছু ভক্তকে হতাশ করার জন্য আমি অনুতপ্ত। তবে বেলজিয়ামকে নিয়ে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। বিতর্কের অবসানের সঙ্গে দল এখন লক্ষ্যে মনোযোগ দিতে পারবে।’