রথযাত্রায় বিদ্যুৎস্পর্শ হয়ে ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বগুড়ায় সেউজগাড়িতে রথযাত্রা বের করার সময় বিদ্যুৎস্পর্শে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর ১০০ গজ দূরে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন অলোক সরকার (৪০), আতশী রানী (৪০), রঞ্জিতা মোহন্ত (৬০) ও নরেশ মোহন্ত (৬৫)। এ ছাড়া আরও এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে ১০০ গজ আসতে রাস্তার পাশে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজনসহ ৫ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারে সংস্পর্শে আসলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও মোহাম্মদ আলী হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন হাসপাতালে গেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions