বিনোদন ডেস্ক:- সম্প্রতি মুক্তি পেয়েছে রাইমা সেন অভিনীত ‘মা কালী’ সিনেমার ট্রেইলার। এই সিনেমায় স্বাধীনতার আগে দেশ ভাগের সময় বাঙালিদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল তা তুলে ধরা হয়। এক সাক্ষাৎকারে রাইমা বলেন, এর গল্পই আলাদা। অন্য এক রাইমার দেখা মিলবে এখানে। স্বাধীনতা এবং তার পরের দিনগুলোয় বাংলা কী কী বীভৎসতার সম্মুখীন হয়েছিল সে কথা অনেকেই জানে না। এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশভাগের ইতিহাস।