শিরোনাম
রাঙ্গামাটিতে এসএ টিভির বর্ষপূর্তিতে বিশিষ্ট জনের অভিমত আগামীর বাংলাদেশ গড়তে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মদিন পালিত পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে চিঠি দেয়ালে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার বান্দরবানের আলীকদমে থামছে না মানবপাচার, প্রতি রাতেই আসছে মিয়ানমারের নাগরিক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের শুটকি হতে পারে অর্থনীতির বড় খাত : শ্রম মন্ত্রণালয়ের সচিব গাজায় হামাস-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর মেডিকেলের ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ কবির বিন আনোয়ারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কমান্ডার হত্যার জবাবে ইসরাইলে ১০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সীমান্তের লেবাননের দিক থেকে রকেট ছোড়ার পরে ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমিরত পাহাড়ের উপর দিয়ে ধোঁয়া উড়ছে।

ইসরাইলের হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরাইলকে লক্ষ্য করে ১০০টি ‘কাতিউশা’ রকেট হামলা চালিয়েছে সংগঠনটি।

বুধবার ইসরাইলের মারজায়ুনের দক্ষিণ লেবানিজ এলাকাসহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরাইলের দখলকৃত গোলান হাইটসের দুটি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা (ইসরাইলি) গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফাহ ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে।

তারা আরও বলেছে, ইসরাইলি শত্রুরা লেবাবনের উপকূলীয় শহর তায়ারে যে হামলা ও হত্যা চালিছে সেটির জবাবের অংশ এই হামলা। দখলদার ইসরাইলের হামলায় হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসের নিহত হন। তিনি ‘হজ আবু নিমা’ নামেও পরিচিত। ইসরাইলি হামলায় তার দেহরক্ষীও প্রাণ হারান।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবানের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহও। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলার তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে। হামলা বাড়িয়ে দেওয়ায় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়েছে ইসরাইল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions