শিরোনাম
রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা

বিয়ের পরই সোনাক্ষীকে বিএমডব্লিউ গাড়ি উপহার স্বামীর

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মাত্রই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল। ইতিমধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিও সোশ্যালে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিয়ের পরপরই স্বামী জাহিরের সঙ্গে দামি বিএমডব্লিউ গাড়ি চড়তে দেখা গেল সোনাক্ষীকে।

জানা গেছে, স্বামী জাহির ইকবালই নাকি নতুন বউকে এই গাড়ি উপহার দিয়েছেন। ব্যাটারি চালিত বিলাসবহুল সেডান i7 মডেলের এই গাড়িটির এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি রুপি (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলিরই একটু ভালো মডেলগুলির দাম ২.৫০ কোটি রুপি (এক্স-শোরুম)। তার সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তবে এই গাড়িটি পুরোপুরি ব্যাটারি চালিত বলে জানা গেছে।

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে সোনাক্ষী-জাহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী-জাহির সেই মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

প্রসঙ্গত, পেশায় সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তার আলাপ ও বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ২০২২ সালে ‘ডবল এক্সএল’ ছবিতে কাজ করেছিলেন। তারপর টানা ৬ বছর তারা চুটিয়ে প্রেম করেছেন। যদিও শুরুর দিকে জাহিরের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি সোনাক্ষীর পরিবার। পরে মেনে নেন শত্রুঘ্ন সিনহা।

বিয়ের পর কোন ধর্ম পালন করবেন সোনাক্ষী?বিয়ের পর কোন ধর্ম পালন করবেন সোনাক্ষী?
জাহিরের পরিবারের সঙ্গে সালমান খানের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাহির ইকবাল ধনী পরিবারের ছেলে। জাহিরের বাবা ইকবার রতনসি একজন জুয়েলারি ব্যবসায়ী। অল্পবয়সে তিনি নাকি সালমানকে টাকাও ধার দিয়েছিলেন। সাল্লু আবার নাকি সে টাকা ফেরতও দেননি। পরবর্তী সময়ে ‘নোটবুক’ ছবির হাত ধরে জাহির ইকবালকে বলিউডে লঞ্চ করেন সালমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions