শিরোনাম
সংস্কার ও সুনির্দিষ্ট সংশোধনীর পরেই নির্বাচনের কথা ভাবছি: রিজওয়ানা হাসান নতুন তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস সংবাদ ব্রিফিং শেষ হতেই ২ সচিব জানলেন, তাঁরা আর পদে নেই দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস রাঙ্গামাটির কেপিএমে উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন ‘সংবিধান সংস্কার কমিশন’কে স্বাগত জানিয়ে ‘নতুন সংবিধান’ চায় ইউপিডিএফ বিডিআর হত্যার বিচারের দাবিতে বান্দরবানে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের জাতীয় সঙ্গীত পরিবেশন রাঙ্গামাটি মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা ফখরুলের

প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু উজার করে দিয়েই যাচ্ছেন–মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশপ্রেমিক জনগণ মেনে নিবে না। এমন চুক্তি হলে তা হবে দেশের স্বাধীনতা বিকিয়ে দেয়ার চুক্তি। অপরদিকে ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করার গভীর ষড়যন্ত্র চলছে। ভারত তাদের নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়কপথ এবং রেলপথ ব্যবহার করবে। বাংলাদেশের সমুদ্রসীমা গবেষণার নামে বাংলাদেশের সমুদ্র সম্পদ লুট করার জন্য সমুদ্র চুক্তি করা হয়েছে। তথ্য হ্যাকিং ও অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সাথে সুনীল অর্থনীতির নামে ভারত বাংলাদেশের স্থলবন্দরগুলো বিনা শুল্কে ব্যবহার করতে চায়। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু উজার করে দিয়েই যাচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগরের পাহাড়পুরের পাঁচপুকুরিয়া বাজার খেলার মাঠে শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের পাহাড়পুর ইউনিয়ন শাখা সভাপতি হাজী মো. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণের জয়েন্ট সেক্রেটারী আলহাজ শাহীন আহমদ, মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ হোসেন মোল্লা, আলহাজ আব্দুল করীম, উপজেলা বামুক ছদর মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ বেলাল হোসাইন পাহাড়পুরী, মাস্টার মো. দেলোয়ার হোসেন, মো. খোরশেদ আলম শাহ, মুফতী আব্দুর রহমান, ডা. জাহাঙ্গীর আলম ইমন, মুফতী মহিউদ্দিন, মাওলানা আব্দুস সালাম, আলমগীর হোসেন। সম্মেলনশেষে হাজী মো. তফাজ্জল হোসেনকে সভাপতি, মো. জসিমউদ্দিনকে সেক্রেটারী, ডা. জাহাঙ্গীর আলমকে জয়েন্ট সেক্রেটারী ও হাফেজ আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions