শিরোনাম
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ ড. ইউনূসকে নিয়ে ২০১০ সালে সংসদে দেয়া খালেদা জিয়ার বক্তব্য ভাইরাল দায় নেবে না বিএনপি টেন্ডার ছাড়াই বেসরকারি খাতে ২৪ ট্রেন ড. ইউনূসকে নিয়ে এক দশক আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও স্বচ্ছ হতে হবে- ওয়াদুদ ভূইয়া আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলা, বিদ্যুৎ চুক্তিতে সুবিধা পেতে পারে বাংলাদেশ সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ রোববার দুর্নীতি প্রতিরোধে সাবেক লে. জেনারেল মতিউর রহমানের মত কর্মকর্তার প্রয়োজন,আ’লীগ সরকারের দুর্নীতিবাজদের রক্ষায় মরিয়া একাধিক চক্র

বান্দরবানে বন্ধুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১৯ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য জেলার বান্দরবানে বন্ধুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিবুল ইসলাম (১৫) বান্দরবান সদর উপজেলার উত্তর গোলিয়াখোলা এলাকার অলি আহম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ রিমন (১৮) একই এলাকার আহম্মদ সফার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুন (শুক্রবার) জুমার নামাজ শেষ করে রাকিবুলকে তার বন্ধু মো. রিমন পেয়ারা খাওয়ানোর কথা বলে দুপুর দুইটার দিকে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। তার কিছু সময় পর কান-গলায় দায়ের কোপে যখম ও রক্তাক্ত অবস্থায় পাহাড় থেকে দৌড়ে রাস্তায় এসে জ্ঞান হারিয়ে ফেলে রাকিব।

স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে চট্টগ্রামের কেরানীহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রথমে আইসিইউ ও লাইফ সাপোর্টে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাকিবুল ইসলামের চাচা সৈয়দ নূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে হত্যা চেষ্টা মামলা করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলামের মৃত্যুর কারণে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার জন্য আদালতে আবেদন করা হবে।

এছাড়া অভিযোগের পরেই অভিযুক্ত রিমনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions