কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই:- গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঝর্ণাধারার প্রবাহের ফলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। আর লেকে পানি বৃদ্ধির সাথে সাথে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাপ্তাই থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ আগেও এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো বলে সংশ্লিস্ট সুত্র জানায়। জানা গেছে পার্বত্য চট্টগ্রামে গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির ফলে পাহাড়ে ঝর্ণাধারার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি এবং ঝর্ণাধারার পানি কাপ্তাই লেকে পড়ছে। এর ফলে লেকে পানি বৃদ্ধি পেয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সুত্র জানায়, বৃষ্টির আগে কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ৭৬ ফুট মীন সী লেভেল (এম এস এল)। তবে বৃষ্টির পর এখন লেকে পানির উচ্চতা রয়েছে প্রায় ৮০ ফুট। অবশ্য রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী লেকে এই মুহুর্তে পানি থাকার কথা প্রায় ৭৬ ফুট এম এস এল। রুলকার্ভের চেয়ে লেকে বর্তমানে প্রায় ৪ ফুট পানি বেশি রয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন পার্বত্য এলাকায় বিশেষ করে কাপ্তাই লেক সংলগ্ন পাহাড়ী এলাকায় বৃষ্টিপাত হলে সেই পানি বিভিন্নভাবে কাপ্তাই লেকে এসে পড়ে। আবার বৃষ্টির পরেও কয়েক দিনর ঝর্ণাধারাও লেকে এসে পড়ে। লেকে পানি বৃদ্ধি পেলে অবশ্যই বিদ্যুৎ উৎপানও বৃদ্ধি পাবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি জুন মাসে আরো কয়েকদফা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে লেকে পানির উচ্চতাও বাড়বে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিস্ট দায়িত্বশীল একটি সুত্র অদ্য ৫ জুন রাত ৯টার সময় জানায় বংলাদেশে একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকেই অত্যন্ত কম খরচে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৫টি ইউনিট রয়েছে। এই ৫টি ইউনিট একযোগে চালু থাকলে কাপ্তাই থেকে মোট ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতী গ্রীডে সঞ্চালন করা হয়। প্রতি বছর বিদ্যুৎ উৎপাদন করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শত কোটি টাকা মুনাফা করে থাকে বলেও দায়িত্বশীর ঐ সুত্র জানায়।