ডেস্ক রির্পোট:- কন্যাকুমারী (ভারতের সবচেয়ে দক্ষিণ প্রান্ত) সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিবেকানন্দ রক মেমোরিয়ালে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন। আজ (৩১ মে) তার ধ্যানের দ্বিতীয় দিন। প্রধানমন্ত্রী মোদির ধ্যানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে গেরুয়া কুর্তা এবং গামছা গায়ে দেখা যাচ্ছে। তিনি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। ১৩১ বছর আগে এখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ।
ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়ে জানায়, ধ্যানমগ্ন থাকার সময় মোদির ডায়েটে থাকছে মূলত: ডাবের পানি, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার। ৪৫ ঘণ্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি। কারো সঙ্গে কোন কথা বলবেন না। টানা ৪৫ ঘণ্টা মৌনব্রত পালন করবেন।
ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না। বেশিরভাগ সময় কাটাবেন ধ্যান করেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার কন্যাকুমারী পৌঁছেছেন মোদি। কন্যাকুমারী পৌঁছে তিনি ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা করেন ও পুজো দেন। লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর, মোদি প্রতিবারই আধ্যাত্মিক যাত্রায় যান। ২০১৯ সালের নির্বাচনী প্রচারের পর তিনি কেদারনাথ গিয়েছিলেন। আর ২০১৪ সালে মোদি প্রতাপগড়ে গিয়েছিলেন।
কন্যাকুমারী নানাদিক থেকে বিশেষ
কন্যাকুমারী ভারতের জন্য বিভিন্ন দিক থেকে বিশেষ। এখানেই ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলরেখা মিলিত হয়েছে। কন্যাকুমারীতে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়। একভাবে বলা যায়, কন্যাকুমারীতে গিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।