শিরোনাম
লক্ষীছড়ির ডিপি পাড়ায় এক দরিদ্র কৃষক সন্ত্রাসীর হাতে মারধরের শিকার রাঙ্গামাটিতে সপ্তম শ্রেণীর প্রশ্নে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’! !বিতর্কের সৃষ্টি রাঙ্গামাটিতে পুলিশী অভিযানে আ:লীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানে সেনা অভিযানে কমান্ডারসহ ২ সদস্য নিহত ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ রাঙ্গামাটিতে বিচারকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু বাসায় মৃতদেহ উদ্ধার আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি রাঙ্গামাটিতে দুই অটোরিকশার সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

খাগড়াছড়ির মহালছড়েতে বিমল কান্তি চাকমা ও লক্ষ্মীছড়িতে সুপার জ্যোতি চাকমা নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন) সমর্থিত বিমল কান্তি চাকমা ও লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত সুপার জ্যোতি চাকমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন) সমর্থিত বিমল কান্তি চাকমা (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ১০ হাজার ১৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংজরী চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮৫২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ প্রসীত সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা (মাছ) প্রতীক নিয়ে ৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের সাথোয়াই অং মারমা (আনারস) প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৩০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা (টিউবওয়েল) নিয়ে ৮ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজেন্দ্র চাকমা (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩২১ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে আয়ক্রই মারমা (ফুটবল) প্রতীক নিয়ে ৯ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মিনুচিং মারমা (পদ্মফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৮২ ভোট।

প্রসঙ্গত, গত ৮ মে প্রথম ধাপে লক্ষ্মীছড়ি উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ ও ইউপিডিএফ’র সমর্থকরা পাল্টা-পাল্টি কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় যতীন্দ্র কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions