রাঙ্গামাটি:- আগামী ২৯ মে ষষ্ঠ ধাপের আসন্ন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নিবার্চন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ মে) সকাল ১১ টায় কাচালং সরকারি কলেজের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর ওমর ফারুক, বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরি, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হেডম্যান কারবারি ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা উপজেলার দুর্গম এলাকার ভোট কেন্দ্রে কঠোর নজরদারি, প্রতি কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযানের দাবি জানান।
অপরদিকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমাও প্রতি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ ব্যালট পেপার সকালে পাঠানোর দাবি জানান।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে কেন্দ্র কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না সামান্য পরিসরে অনিয়ম দেখা দিলেই ভোট গ্রহণ স্থগিত করে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। কোন ভাবেই ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, কেও পেশি শক্তি প্রদর্শন করে কেন্দ্র দখলের চেষ্টা করলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে। যেই কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সাথে সাথেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এক মাস পর প্রয়োজনে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে সুতরাং কোন ভাবেই কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না।