শিরোনাম
শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব বৈঠক ডিসেম্বরে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে কি এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’ বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু রাঙ্গামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে উষ্ণ সংবর্ধনা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

বান্দরবানের থানচিতে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে গেছে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৮৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নেটওয়ার্ক বিহীন তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় সাতটি বসতঘর আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে আরও কমপক্ষে ১৫‌টিরও বেশি বসত বাড়ি। বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়িদের বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।
তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তা‌দের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ওই এলাকা ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র জানান, পাড়াটিতে যেতে থানচি সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় যোগে প্রায় দুই ঘণ্টা যেতে হয়। তারপর রেমাক্রি বাজার থেকে আরও দুই ঘণ্টা হাঁটার পথ নাফাকুম জলপ্রপাত। নাফাকুম থেকে আবারও সাড়ে তিন ঘণ্টা হাঁটার পরেই থুইসা পাড়ার অবস্থান। আগুনে প্রায় সাতটি বসতবাড়ি পুড়ে গেছে বলে খবর পেয়েছি। এবং এই পাড়ার দুর্গম আর আশপাশে পানির কোন উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হচ্ছে।
এ ব্যাপারে থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ মো. ইসমাইল মিয়া জানান, থুইসা পাড়ায় আগুনে কয়েকটি বসত ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions