এসব খুচরা এমপি আমি পকেটে রাখি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৯১ দেখা হয়েছে

ডেস্বক রির্পোট:- রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারুর দেওয়া এক বক্তব্যে তোলপাড় চলছে জেলাব্যাপী। সোমবার সকালে আলেকজান্ডার বাজারের দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের এক সভায় বক্তৃতা করেন তিনি।

সেখানে তিনি স্থানীয় সংসদ-সদস্য ও পৌর মেয়র প্রার্থী সম্পর্কে সমালোচনাসহ নানা প্রসঙ্গে কথা বলেন। তার দেওয়া এ বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল বক্তব্য সম্পর্কে জানতে চাইলে যুগান্তরকে সারু বলেন- ‘এসব খুচরা এমপি আমি পকেটে রাখি।’

তিনি ওই বক্তব্যে বলেন-‘পৌর নির্বাচনে এম মেজবাহ উদ্দিনকে মেয়র হিসাবে জয়ী করতে এক হাজার মানুষকে তাঁবু টানিয়ে দুদিন ভাত খাইয়েছি। প্রায় ১৩ লাখ টাকা খরচ করেছি। এরপর সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংস্থা থেকে তাকে চাপ দেওয়া হলেও তিনি তা নাকচ করে দেন।

তিনি বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, ডিসি, ইউএনও, ওসিসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিকে লাখ লাখ টাকা সহায়তা করেন এবং উপঢৌকন দেন। করোনাকালীন প্রশাসনকে উপকরণ সহায়তাসহ নগদ টাকা দিয়েছেন।

স্থানীয় সংসদ-সদস্য আবদুল্লাহ আল মামুনের নির্বাচনে টাকা ব্যয় করার কথা উল্লেখ করে সারু বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান এমপি আব্দুল্লাহ আল মামুন আমাকে ব্ল্যাকমেইল করেছেন। আমি নির্বাচনের সময় তার জন্য ১৪ লাখ টাকা খরচ করেছি। এখন তিনি বিএনপি জামায়াতকে রামগতিতে প্রতিষ্ঠা করতে কাজ করছেন।

উপজেলা নির্বাচনে এমপি মামুন বিএনপি নেতা শরাফ উদ্দীন আজাদ সোহেলের পক্ষাবলম্বন করার তীব্র সমালোচনা করে উপজেলা আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করে বলেন, ‘এমপি সাহেব আমাকে ব্ল্যাকমেইল করেছেন। তিনি কথা দিয়ে কথা রাখেননি। তিনি এখন বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। ২০১৪ সাল থেকে ১৮ সাল পর্যন্ত রামগতি-কমলনগরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছেন।’

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এমপি সাহেবের পক্ষে নির্বাচন করার কথা উল্লেখ করে ড. সারু বলেন, এমপি আব্দুল্লাহ অতীতের মতো আর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেবেন না এবং জামায়াত বিএনপিকে লালন-পালন করবেনা বলে ওয়াদা করায় আমি তার নির্বাচন করেছি। কিন্তু এখন তিনি তার কথা রাখেননি। তিনি আবারও সেই আগের মতোই কাজ করছেন। এমপি সাহেব এলাকায় সন্ত্রাস নৈরাজ্যকর পরিবেশের অবস্থা তৈরি করেন। স্বতন্ত্র এমপি আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচন করায় রামগতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদকে অথর্ব উল্লেখ করে তার কড়া সমালোচনা করেন তিনি।

উপজেলা নির্বাচনে ড. সারু ভোট করেছেন রোকেয়া আজাদের আনারস প্রতীকের। সেখানেও তিনি ৭ লাখ খরচ করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। এছাড়া তিনি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের কঠোর সমালোচনা করেন। এ সব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম নিজাম, সহসভাপতি একরামুল কবির টিটু, সদস্য ও পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য সাহেদ আলী মনুসহ অনেকে।

এমন বক্তব্য দেওয়া প্রসঙ্গে ড. সারু বলেন, ‘আমি যা বলেছি সবই সত্য। আমার বক্তব্যেই আমার উত্তর রয়েছে। বর্তমান এমপির সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব খুচরা এমপি আমি পকেটে রাখি।’

স্থানীয় সংসদ-সদস্য আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে বলেন, ‘আশ্রাফ আলী সারু সংসদ নির্বাচনে আমার পক্ষে ২২ দিন প্রচারণা করেছে, বিনিময়ে আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। তার সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions