শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ ও খ্রিষ্টানদের সঙ্গে হাত মিলিয়েছে ‘মুসলিম ফ্রন্ট’ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না : মাহমুদুর রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর ছদ্মবেশে বিহারে ৮ বছর, থাইল্যান্ডে পালাতে গিয়ে বাংলাদেশি গ্রেপ্তার দেশ ছাড়ার আগে যা বলতে চেয়েছিলেন শেখ হাসিনা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২৯৮ রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ জনের প্রাণহানি পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে : ধর্ম উপদেষ্টা রাঙ্গামাটিতে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার যখন তারা ডেকেছে গিয়েছি, এটা তো রুটি-রুজির জায়গা ৩ পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ক্ষমতায় মুখ্য নির্বাহী কর্মকর্তারা

রাঙ্গামাটির ৩ উপজেলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা চলছে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে ভোট রাঙ্গামাটির কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলীতে। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। এদিকে দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির তিনটি উপজেলাতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। নির্বাচন সামনে রেখে তিনটি উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণায় প্রার্থীরা। প্রতিশ্রæতির ফুলঝুড়ি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থী সবাই।

জানা যায়, বিলাইছড়ি ও রাজস্থলীতে লড়াই হবে দ্বিমুখী। বিলাইছড়িতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার (দোয়াত-কলম) সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের একক প্রার্থী দলটির উপজেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা (আনারস)। তাদের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে জানা গেছে। জয়ের সম্ভাবনায় কেউ কারও চেয়ে কম নন। এছাড়া নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতায় করছেন উৎপলা চাকমা ও সুদীপ্তা তঞ্চঙ্গ্যা এবং বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা ও সোনালাল তঞ্চঙ্গ্যা।

অন্যদিকে কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। তারা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস), কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. নাছির উদ্দিন (দোয়াত-কলম) এবং কাপ্তাই কৃষকলীগের সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা (ঘোড়া)। প্রতিদ্বন্ধী তিনজনই একই দলের হওয়ায় নির্বাচনে যিনিই জিতুক আসনটি হবে আওয়ামী লীগের।

কাপ্তাইয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন আবদুল হাই খোকন (টিউবওয়েল), সুইপ্রæ মারমা (টিয়া পাখি) ও কামাল উদ্দিন (উড়োজাহাজ)। ভাইস চেয়ারম্যান (নারী) পদে প্রতিদ্বন্ধিতা করছেন দুইজন। তারা হলেন বিউটি হোসেন (কলসি) ও ফারহানা আহমেদ পপি (ফুটবল)।

অপর উপজেলা রাজস্থালীতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান উবাচ মারমাও (আনারস) ক্ষমতাসীন দলটির একক প্রার্থী। তার সঙ্গে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন রানা (দোয়াত-কলম)। এ দুজনের মধ্যে আওয়ামী লীগের উবাচ মারমার সম্ভানা বেশি বলে জানান স্থানীয়রা। এ উপজেলায় আওয়ামী লীগের হারাধন কর্মকার ও গৌতমী খিয়াং বিনা ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions