শিরোনাম
বাংলাদেশ নিয়ে আমার মন্তব্য বিজেপি বিকৃত করেছে-মমতা ব্যানার্জি আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে,পাল্টাপাল্টি দোষারোপ বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ কোটা সংস্কার আন্দোলন চিকিৎসাধীন তিনজনের মৃত্যু, নিহত বেড়ে ২০৬,ছুটির দিনেও রাজধানী ফাঁকা এএসআই মোক্তাদিরের ওপর নৃশংসতায় স্তব্ধ পরিবার সারা দেশে অভিযান,এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ ‘গুলি আর কারা করবে, আমরা নিরস্ত্র ছিলাম’-মিফতাহ সিদ্দিকী ‘এত মৃত্যু দেখে কেউ চুপ থাকতে পারে না’ কোটা বিক্ষোভ দমনের পর প্রান্তসীমায় বাংলাদেশ,ক্রাইসিস গ্রুপের রিপোর্ট নতুন নির্বাচন দাবি ড. ইউনূসের গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ

মৃত আইন শাসনবিধি বলবৎ করার দাবিতে ইউপিডিএফ এর আধাবেলা ডাকা অবরোধ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হঠাৎ বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পাওয়াতে আতঙ্কিত পাহাড়ি- বাঙ্গালীরা। কারণ ইউপিডিএফ কেএনএফ এর মত দেশবিরোধী সংগঠন৷ তারা পূর্বে পাহাড়ে অনেক বাঙ্গালী ও নিরাপত্তা বাহিনীরসহ অগণিত মানুষ হত্যা, অপহরণ ও খুন-খারাবির সঙ্গে জড়িত। তাদের চাঁদাবাজি ও অপহরণ বাণিজ্যে অতিষ্ঠ পার্বত্যবাসী। পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় আইন অকার্যকর করার দাবিতে ইউপিডিএফ এর এই নাশকতামূলক অবরোধ। স্বায়ত্তশাসনের দাবিতে ইউপিডিএফ পাহাড়ে বিপুল পরিমাণ ভারী অস্ত্র মজুদ করছে৷ ত্রিদেশীয় সীমান্ত ব্যবহার করে ইউপিডিএফ অস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণ গ্রহণ করে আসছে।

ভোর সকাল থেকে শুরু হওয়া অবরোধে অংশগ্রহণ করেছে ইউপিডিএফ এর সহযোগী অঙ্গসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। রাঙ্গামাটি শহরের ভেদভেদি, সাপছড়ি, কতুকছড়ি, নানিয়ারচর, কাউখালী ও খাগড়াছড়ি মহালছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, সাজেক, লক্ষ্মীছড়ি ও পানছড়ি এক যুগে অবরোধ পালন করা হচ্ছে।

আজকের অবরোধে এখন পর্যন্ত কোথায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধে নাশকতা ঠেকাতে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীরা সবর হচ্ছে। তারা বলছে পাহাড়ে কোন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনকে রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা দিতে পারিনা। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও চেষ্টা করবো৷ ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে পৃথক করার যে নীলনকশা বাস্তবায়নে স্বপ্ন দেখে তা দেশপ্রেমিক জনতা মেনে নিবে না।

স্থানীয়রা অধিবাসীরা বলছে, ইউপিডিএফ এর হাতে থাকা বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধারে দাবি জানাই। সেসাথে তাদেরকে সাংগঠনিক পরিচালনায় অর্থনৈতিক উৎস দিয়ে সহযোগিতা করা বাঙ্গালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।

উল্লেখ যে, ব্রিটিশ কর্তৃক প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন (চিটাগং হিল ট্র্যাক্ট ম্যানুয়েল ১৯০০) কে আইন হিসেবে ২০১৪ ও ২০১৬ সালে পৃথক দুই মামলার রায় দেয় সুপ্রীম কোর্টের পুর্ণ বেঞ্চ।
এ রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে সুপ্রীম কোর্টে রিভিউ করেছেন, বাঙ্গালীদের পক্ষে খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুল আজিজ আখন্দ ও আব্দুল মালেক। একাধিক আপিল শুনানির পর রায়টি উচ্চ আদালত বাতিল করে মৃত আইন হিসেবে রায় দেওয়া চূড়ান্ত ধাপে পৌঁছে। আগামীকাল ১৬ মে রায়টি নিয়ে বাতিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে৷ তাই রায়টি বলবৎ করতে ইউপিডিএফ বিভিন্ন কর্মসূচী পালন করছে। পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি মূলত পার্বত্য বাঙ্গালী তথা রাষ্ট্রের বিরুদ্ধে৷ এই তথাকথিত শাসনবিধি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের ক্ষমতা খর্ব করেছে এবং দেশের প্রচলিত আইন অকার্যকর করেছে। পিসিসিপি,রাঙ্গামাটি। সংবাদ বিজ্ঞপ্তি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions