শিরোনাম
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিতরা পেয়েছে সেনাবাহিনীর ঈদ উপহার পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি হাসিনার আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে: ড. দেবপ্রিয় গাজায় লাশের মিছিল ৫৫ হাজার রোহিঙ্গাকে এনআইডি, দুদকের জালে হেলালুদ্দীন প্রশাসক ও স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাই করছে এনসিপি! গাজায় মৃত্যু তিন দিনে ৬০০ ছুঁইছুঁই ভিন্ন আঙ্গিকেই ধরা দেবেন সিয়াম-হিমি

সাবেক প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সৃজিত!

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সৃজিত-স্বস্তিকা জুটির সম্পর্ক ভেঙেছে বহু বছর আগে। সৃজিত বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। সাকসেস পার্টিতে সাবেক প্রেমিকাকে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন।

‘পরস্পরকে দেখে কয়েক সেকেন্ড থমকে যান সৃজিত-স্বস্তিকা। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন দুজনে।’ স্বস্তিকা মুখার্জি তার ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন।

দুজনেই রং মিলিয়ে পোশাক পরেছেন। স্বস্তিকার পরনে খাদি শাড়ি। কালো সুতার কাজ করা খাদি শাড়ির সঙ্গে একই রঙের হাতকাটা ব্লাউজ পরেছেন। আর খোঁপায় বাঁধা জুঁই। অন্যদিকে লাল সুতার কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা যায় সৃজিতকে। তবে রং মিলিয়ে পোশাক পরার বিষয় পুরোটাই অপরিকল্পিত বলে জানিয়েছেন স্বস্তিকা।

সৃজিত নির্মিত ‘অতি উত্তম’ সিনেমার সাকসেস পার্টির আয়োজন করেছিলেন এই নির্মাতা। তাতে নিমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হন স্বস্তিকা। আর এই পার্টিতে বিশেষভাবে নজর কাড়েন এই সাবেক প্রেমিক যুগল।

সৃজিতের পরবর্তী সিনেমা ‘টেক্কা’। দেব-রুক্মিণীর পাশাপাশি সিনেমাটিতে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। ‘শাহজাহান রিজেন্সির’ পর ‘টেক্কা’ দিয়ে আবার একসঙ্গে হয়েছেন সৃজিত-স্বস্তিকা। সৃজিতের সিনেমায় অভিনয় করার বিষয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন এই অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, আমাদের বন্ধু-বান্ধবরা আলোচনা করি, বিয়ের পাঁচ বছর পর স্বামী-স্ত্রী ভাইবোন হয়ে যায়। সৃজিত আমার সাবেক ছিল ১০ বছর আগে। তাহলে এতদিনে আমরা কী হতে পারি? স্বামী-স্ত্রী যেখানে ভাইবোন হয়ে যায়। ১০ বছর আগের সম্পর্ককে কী বলা যায়?

স্বস্তিকা মুখার্জি বললেন, আমার সঙ্গে সৃজিতের খুবই সখ্য রয়েছে। ইভেন্টে যাই, কথাবার্তা হয়। হতে পারে ২০২৪ সালে সৃজিতের সঙ্গে আরেকটা সিনেমা করলাম। ১০ বছরে মানুষ মারা গেলে তাদের আরেক জন্ম হয়ে যায়। সাবেক শব্দটা তো মাথায় বা মনে আসার মতো জায়গাটাই আর নেই।

সৃজিত মুখার্জি ২০১৩ সালে ‘মিসর রহস্য’ ও ২০১৪ সালে ‘জাতিস্মর’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন স্বস্তিকা মুখার্জি। সিনেমা নির্মাণ করতে গিয়ে এই অভিনেত্রীর প্রেমে পড়েন সৃজিত। তখন পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মাত্র প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এই নায়িকার। এমন বিরহের দিনে প্রেমের পেয়ালা হাতে স্বস্তিকার পানে এগিয়ে যান সৃজিত মুখার্জি। যদিও তাতে দুজনের কেউই স্বস্তি পাননি। কারণ এই প্রেম বেশিদিন টেকেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions