শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পদ ৯৬,০০০ আবেদন ২৪,০০০ রিজার্ভ নিয়ে তিন হিসাব, চাপ বাড়ছে বিরোধী রাজনীতিতে নতুন মেরূকরণ! এক মঞ্চে আসছে বিএনপি-জামায়াত পাহাড়ে অস্ত্রধারীদের গোপন আস্তানা,দেড় বছরে ৮০ খুন গ্রেফতার ১১০ * অপরাধীদের শনাক্ত করতে চলছে অনুসন্ধান মেয়াদোত্তীর্ণ সিন্ডিকেট সদস্য দিয়ে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা দেশে ১৭৩ কিশোর গ্যাং ইসরায়েলে ৭৫টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ মহাসড়ক যেন মৃত্যুকূপ,২২টিতে থ্রি-হুইলারের দাপট ♦ বাড়ছে সড়ক দুর্ঘটনা ♦ চাঁদায় বৈধ অবৈধ যান নিত্যপণ্যের দামে আগুন,এক ডিমের দাম ১৪ টাকা সমিতির সাধারণ সম্পাদককে নিয়ে কটুক্তি করায় নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে

রুদ্ধশ্বাস নাটকীয়তার পর চেলসির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এই ম্যাচে দারুণ প্রত্যার্বতনে জয়ের গল্প লেখার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডেরই। প্রথম ২০ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাড়িয়েছিল রেড ডেভিলসরা।আলেসান্দ্রো গার্নাচোর জোড়া গোল ও ফের্নান্দেসের নৈপুণ্যে লিডও নেয় ইউনাইটেড।

ম্যাচের নির্ধারিত সময় শেষেও সেই লিড ধরে রেখে অসাধারণ এক জয়ের পথে ছিল এরিক টেন হেগের দল।তবে তখনই ফের রোমাঞ্চকর ম্যাচে বাঁকবদল।আগেই স্কোরশিটে চেলসির ইংলিশ মিডফিল্ডার কোল পালমার অতিরিক্ত সময়ে দুই দুইবার জালের দেখা পেলেন।আর তাতে ব্লুজরা পেল অবিশ্বাস্য জয়।

হ্যাটট্রিক করে চেলসির জয়ের নায়ক পালমার।দলের অন্য গোলদাতা কনর গ্যালাগার।আগের ম্যাচে বার্নলির সঙ্গে ড্রয়ের হতাশা দারুণ জয়ে কাটালো পচেত্তিনোর দল।

ঘরের মাঠে এদিন চেলসির শুরুটা ছিল দারুণ।আক্রমণাত্মক শুরু করা ব্লুজরা চতুর্থ মিনিটে কনর গ্যালাগারের দূরপাল্লার লক্ষ্যভেদী শটে এগিয়ে যায় ।১৯ মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দিগুণ করেন পালমার।

কোণঠাসা ইউনাইটেড প্রথম উল্লেখযোগ্য আক্রমণে যায় ৩৩ তম মিনিটে। তবে মাইনোর জোরাল শট আটকে চেলসির লিড ধরে রাখেন গোলরক্ষক জর্জি পেত্রোভিচ।অবশ্য পরের মিনিটেই নিজেদের ভুলে গোল হজম করে বসে তারা।

চেলসি ডিফেন্ডার কাইসাদোর ভুল পাসে গার্নাচো বলে পেয়ে দ্রুত নেওয়া শটে ব্যবধান কমান।৩৮ তম মিনিটে গোলরক্ষল ওনানা দারুণ দক্ষতায় এনসো ফের্নান্দেসের শট ফিরিয়ে দিলে স্বস্তি দেন ইউনাইটেড সমর্থকদের। সেই স্বস্তি আরও বাড়ে পরের মিনিটে ব্রুনো ফের্নান্দেস দারুণ এক হেডে সমতা ফেরালে।২-২ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর দাপট দেখানো ইউনাইটেডকে ৬৭ তম মিনিটে লিড এনে দেন গার্নাচো।আন্তোনির নিখুঁত ক্রসে চেলসি গোলরক্ষককে পায়ের টোকায় ফাঁকি দেন এই ইউনাইটেড তারকা।

তবে পালমার যেন এদিন ম্যাচের ভাগ্য নিজেই লেখার পণ করেছিলেন। ৭৩তম মিনিটে তারা নিখুঁত কার্ল ফ্রি-কিক ঠেকিয়ে দিয়েছিলেন ওনানা। তবে অতিরিক্ত সময়ে আর পারেননি ইউনাইটেড গোলরক্ষক।

আট মিনিট যোগ করা সময়ের শেষের দিকে ননিকে বক্সে দালোত ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।এবারও স্পটকিকে সফল পালমার।পরে মিনিটেই পালমারে সৌজন্যে চলে আসে ম্যাচে মোড় বদলে দেওয়া গোলটি।

সতীর্থের ছোট করে নেওয়া কর্নার থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শট নেন পালমার; বল স্কট ম্যাকটমিনের গায়ে লেগে অনেকটা দিক পাল্টে পরাস্ত করে ইউনাইটেড গোলরক্ষক ওনানাকে।রোমাঞ্চকর এই জয়ে প্রিমিয়ার লীগে ১২ ম্যাচ পর ইউনাইটেডকে হারল চেলসি।

এই হারে শীর্ষ চারে থেকে লীগ শেষ করার ক্ষীণ সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল ইউনাইটেডের।৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রেড ডেভিলসরা।২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে চেলসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions