শিরোনাম
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি অ্যামনেস্টির মহাসচিবের সাতক্ষীরায় ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার রাঙ্গামাটি লেকার্সে ৩৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাঙ্গামাটি লেকার্স স্কুল এন্ড কলেজের  আন্তঃহাউজ বার্ষিক সাংস্কৃতিক  অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভারতে না খেলতে অনড় বাংলাদেশ, ম্যাচ শ্রীলঙ্কাতেই চায় বিসিবি সিলেটকে হারিয়ে বিপিএলের মেগা ফাইনালে রাজশাহী সোনার ভরি ছাড়াল আড়াই লাখ টাকা বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি আম-ছালা দুই-ই গেল জামায়াত প্রার্থীর বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, বদলি দল নেবে আইসিসি

কক্সবাজারের টেকনাফে বাকী টাকা চাওয়ায় দোকানদারকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৬৭ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে বাকী টাকা চাওয়ায় দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাতে উপজেলার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি ওসমান গনি তথ্যটি নিশ্চিত করেন।

নিহত জোবাইর নাজির পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার বাসিন্দা দোকানদার জোবাইরের একটি মুদির দোকান থেকে একই এলাকার নাজিবুল্লাহর কাছ থেকে বাকী ৮০০ টাকা চাইলে একপর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

পরে নাজিবুল্লাহ ও তার ভাইসহ কয়েকজন মিলে জোবাইরের বসত ঘরে এসে গোলাগুলি করে। এ সময় জোবাইর গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।

আশেপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার পাঠান। সেখানে তার মুত্যু হয়।

সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক বলেন, জোবাইর নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। কি কারণে গুলি করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। তবে গুলিবিদ্ধ জোবাইর নিহত হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খানে আলম বলেন, সন্ধ্যায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কজনকভাবে একজনকে জরুরি বিভাগে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, দোকানদার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions