‘কাজলরেখা’য় ট্রেলারজুড়ে শৈল্পিকতার ছোঁয়া

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’- ছবিটি মুক্তি পাচ্ছে এই ঈদে। এবার ছবিটি মুক্তির প্রায় ১৫ দিন আগে স্বাধীনতা দিবসে প্রকাশ করা হলো এর ট্রেলার। প্রায় আড়াই মিনিটের সেই ঝলকের পুরোটাতেই দেখা গেছে শৈল্পিকতার ছোঁয়া। ইতিহাস, ঐতিহ্য, রহস্য, সংস্কৃতি, প্রেম, দাম্পত্য, লোভ খুব যত্নে এখানে তুলে এনেছেন পরিচালক। ‘কাজলরেখা’র প্রেক্ষাপট প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা। অভিনয়শিল্পীদের পোশাক-পরিচ্ছদ থেকে সেট ডিজাইন, সবই সেই ৪০০ বছর আগের মতো করেই নিখুঁতভাবে করা হয়েছে। সেদিক থেকে বেশ শৈল্পিক রূপেই ধরা দিয়েছে সবকিছু। ছবিটির সংলাপেও রয়েছে আঞ্চলিকতার ছোঁয়া। ট্রেলারটি প্রকাশের পর পর বেশ প্রশংসিত হচ্ছে। দর্শকও জানাচ্ছেন বেশির ভাগ ইতিবাচক মন্তব্য।

‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে তার। আর তার কিশোরীবেলার চরিত্রে দেখা মিলবে সাদিয়া আয়মানের। এ ছাড়া কঙ্কনদাসি নামে আরেকটি চরিত্র রয়েছে, যে ভূমিকায় দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে ট্রেলারে আঁচ পাওয়া গেলো হঠাৎ করেই গল্পের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। এ ছবিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ। সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মিত হয়েছে বাঙাল ফিল্মসের ব্যানারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions