শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ,প্রেসিডেন্ট ফরিদ আলম, সেক্রেটারি এস এম সোলায়মান খাগড়াছড়িতে আ.লীগ নেতা আটক সাইবার যুদ্ধের জন্য বিএনপি নেতাকর্মীদের প্রস্তুুত হওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাঙ্গামাটিতে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,গুদামে সেনা অভিযান বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু রাঙ্গামাটিতে সোহাগ হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে দেশজুড়ে নৈরাজ্য : দীপেন দেওয়ান কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট সচল,উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট পাহাড়ি গিরিপথে কেন ঝরছে প্রাণ,ঝুঁকিপূর্ণ ঝর্ণায় প্রবেশে বিধিনিষেধ বাস্তবায়ন প্রয়োজন খাগড়াছড়িতে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে নিখোঁজ শিশু

কক্সবাজারে পর্যটকদের আস্থার নাম অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

কক্সবাজার:- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে ঘুরতে যান পর্যটকরা। উপভোগ করেন সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। উপভোগ করেন পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব, গ্রুপ ট্যুর, অফিসিয়াল ট্যুরে গিয়ে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পাড় ঘেঁষে বয়ে যাওয়া মেরিন ড্রাইভের সৌন্দর্য। পর্যটকদের নিরাপত্তা প্রদানে টুরিস্ট পুলিশ অঙ্গীকারাবদ্ধ এই স্লোগানে সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ কক্সবাজার।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ যোগদানের পর থেকে পর্যটকের নিরাপত্তা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। পর্যটন জোনকে অপরাধ মুক্ত করতে অভিযান পরিচালনা করে অপরাধের স্বর্গরাজ্য ধ্বংস করে দেন। হয়ে ওঠেন অপরাধীদের মূর্তিমান আতঙ্ক। তার নেতৃত্ব টুরিস্ট পুলিশ পর্যটকদের হয়রানি, ছিনতাইসহ নানান অপরাধ কর্মকাণ্ড বন্ধে নিরলস কাজ করে যাচ্ছে। সৈকতজুড়ে রয়েছে টুরিস্ট পুলিশের একাধিক টিম। পাশাপাশি সাদা পোষাকে কাজ করছে টুরিস্ট পুলিশের গোয়েন্দা টিম। অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ পর্যটকদের নিরাপত্তার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।

পর্যটকরা যেন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার রয়েছে। সৈকতের ক্যামেরাম্যান ও ঘোড়া মালিকের মাধ্যমে যেন কোনো পর্যটক হয়রানি না হয়, সে জন্য তাদের সতর্ক করা হয়েছে। কোথাও কোনো পর্যটক হয়রানির শিকার বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ছাড়া পর্যটকদের আকর্ষণ বাড়াতে এ প্রথম কক্সবাজার বিচে যুক্ত করা হয়েছে দুটি ঘোড়ার গাড়ি। ঘোড়া দুটির নাম হলো পঙ্খিরাজ ও রাজ ময়ূর। এছাড়া দুটি মোটরচালিত পঙ্খিরাজ ইজিবাইক ও যুক্ত করা হয়। বিষয়টি নিয়ে পর্যটকদের ভেতর একটি সুন্দর অনুভূতি লক্ষ করা গেছে। তারা এ ধরনের ট্যুরিস্ট সেবা আগে কখনো দেখেননি বলেও মন্তব্য করেন অনেকে।

অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধার সন্তান আপেল মাহমুদ ইতোমধ্যে পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য ভারত থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, জাতীয় সাংবাদিক সংস্থা সম্মাননা অ্যাওয়ার্ড, গ্রীন লিফ বেষ্ট (ঘও) পারফরম্যান্স অ্যাওয়ার্ড লাভ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions