শিরোনাম
খাগড়াছড়িতে একসাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন নিশিকা চাকমা বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল নির্মাণে দুর্নীতির অনুসন্ধান করবে দুদক কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান রাঙ্গামাটির নানিয়ারচরে গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে পর্যটকদের জন্য নির্মিত হলো প্রিমিয়াম ইকো কটেজ খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, গুরুতর আহত ১ মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশি থাকছে না? রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত অভিনেত্রী বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার

ইরানে ২০২৩ সালে ৮৩৪ মৃত্যুদণ্ড কার্যকর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ইরানে গত বছর ৮৩৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন যৌথভাবে প্রকাশ করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও প্যারিসভিত্তিক সংগঠন টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক সংখ্যাগত দিক থেকে ইরানে গত দুই দশকে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ঘটনা। তবে এই মৃত্যুদণ্ডের ৪৩ শতাংশেরই মাহসা আমিনির মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তিদের মধ্যে ২০ শতাংশ- অর্থাৎ ১৬৭ জনই সংখ্যালঘু বালুচ সম্প্রদায়ের। আবার অনেককে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

গতবছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীদের সংখ্যা ২২ জন। এর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে।

এ ছাড়া প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বেশির ভাগ মৃত্যুদণ্ড কারাগারের সীমানার ভেতরে ঘটলেও ৭ জনের মৃত্যুদণ্ড জনসম্মুখে দেওয়া হয়।

সঠিক নিয়মে হিজাব না পরার অপরাধে ২০২২ সালে তেহরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনিকে আটক করা হয়। পরে নৈতিকতা পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার ফলে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়।

মূলত পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানের ইসলামি বিপ্লবী সরকার কঠোরভাবে বিক্ষোভ দমন করে এবং শত শত ব্যক্তিকে তারা আটক করেছিল। এখন পর্যন্ত এই ইস্যুতে ৪৭১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আইএইচআরের পরিচালক মোহাম্মদ আমিরি-মোগহাদাম বলেছেন, ‘এত বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে সামাজিক ভীতি তৈরির চেষ্টা করছে ক্ষমতাসীনরা। সামাজিক ভীতি জাগিয়ে তোলাই হলো শাসন ক্ষমতা ধরে রাখার একমাত্র উপায় এবং মৃত্যুদণ্ড হলো এর সবচেয়ে বড় হাতিয়ার।’ সূত্র: ইরান ইন্টারন্যাশনাল/আল-জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions