শিরোনাম
গাজায় স্কুলে আবারো হামলা ইসরায়েলের, শিশুসহ নিহত অন্তত ২৮ ‘আ.লীগ চেরাগে’ ওয়ার্ড নেতার ৩ শতাধিক বাড়ি-ফ্ল্যাট,অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণে ৬ ক্যাডার ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ২০১৪ সালের নির্বাচনের পর পুলিশের হাতে তুলে দেয়া হয় অত্যাধুনিক মারণাস্ত্র,সহযোগীদের খবর ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত হাসিনাকে গ্রেফতারের নির্দেশ,ট্রাইব্যুনালে হাজির করতে হবে ১৮ নভেম্বর বিশ্বে ১১০ কোটি মানুষ তীব্র দারিদ্র্যে, ক্ষুধায় দিনে মৃত্যু ২১ হাজার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গ্রেফতারি পরোয়ানা,শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অভিযুক্ত ৪৬ জন পর্যটকশূন্য ৩ পার্বত্য জেলা

রাঙ্গামাটিতে ভালোবাসা দিবসে দেশের প্রথম লাভ পয়েন্টে উপচে পড়া ভিড়

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভালোবাসার মানুষটাকে আঁকড়ে বাঁচার আকুতি আমাদের সবার। এই মানুষটাকে কাছে রাখার জন্যই যত পাগলামি। ভালোবাসার এমন হাজারো পাওয়া না পাওয়ার গল্প রয়েছে বিশ্বজুড়ে। যুগে যুগে কত গল্প-উপন্যাস সৃষ্টি হয়েছে এই ভালোবাসাকেই কেন্দ্র করে। তেমনই প্রেমিক-প্রেমিকা কিংবা রোমান্টিক জুটিদের জন্য রাঙামাটিতে গড়ে উঠেছে লাভ পয়েন্ট। ভ্যালেনটাইন্স ডে-তে দৃষ্টিনন্দন জায়গাটি এখন প্রেম নগরে পরিণত হয়েছে।

পুরো রাঙ্গামাটির সৌন্দর্য ভ্রমণপীপাসুদের মুগ্ধ করলেও বিশেষ দিনে বিশেষ কিছু স্থান তাদের কাছে অন্যরকম আবেদন নিয়ে হাজির হয়। রাঙ্গামাটির ‘লাভ পয়েন্ট’ হচ্ছে এমনই একটি স্থান। এই লাভ পয়েন্ট নামকরণের পেছনে রয়েছে ভালোবাসার মর্মস্পর্শী এক ঘটনা।

দিনটি ছিল ২০১৪ সালের ১৯ মার্চ। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার নববধূ আইরিন সুলতানা লিমা হ্রদের শান্ত নীল জলের স্নিগ্ধতা উপভোগ করতে বোট ভাসায়। বোটটি মধ্য হ্রদে আসতে না আসতেই ক্ষণিকের এক দমকা হাওয়ায় সবকিছু উলট-পালট হয়ে যায়। বাতাসের তীব্রতায় উল্টে যায় বোট। এর দুইদিন পর পলওয়ের পার্কের কিছু দূরে হ্রদের শান্ত জলরাশিতে ভেসে উঠে এ দম্পতির মৃতদেহ।

তবে সদ্যবিবাহিত দম্পতির মৃতদেহ ভেসে ওঠার পর সবার নজর আটকায় একটি দৃশ্যে। মৃত্যুর পরেও স্বামী-স্ত্রী একে-অপরের সঙ্গে রয়েছেন জড়িয়ে ধরা অবস্থায়। অর্থাৎ মৃত্যুর মুহূর্তেও প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে যায়নি স্বামী আলাউদ্দিন। যে কি না এক সময়ে অসংখ্য পুরস্কার পেয়েছন সাঁতার প্রতিযোগিতায়। একসঙ্গে মৃত্যুকে বরণ করেও এ দম্পতি দেখিয়ে গেছেন মৃত্যুও আলাদা করতে পারে না ভালোবাসার মানুষের কাছ থেকে।

আলাউদ্দিন-লিমার এই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে ২০১৮ সালের রাঙামাটির পলওয়েল পার্কে নির্মাণ করা হয় লাভপয়েন্ট। এখানে প্রেমিকযুগল কিংবা দম্পতিরা তাদের ভালোবাসার বন্ধন সারাজীবন অটুট রাখার জন্য তালা লক করে চাবি ফেলে দেন কাপ্তাই হ্রদে।

ভালোবাসার এমন দৃশ্য গোটা বাংলাদেশকে আবেগী করেছিল তখন। অনেকে লাভ পয়েন্টে গিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান। আলাউদ্দিন-লিমার ভালোবাসার গভীরতা তাদেরও যেন ছুঁয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions