আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়ার ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার সকালে কিয়েভ ও অন্যান্য শহরে আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে এ খবর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। দক্ষিণের শহর মাইকোলাইভে আরেক ব্যক্তি মারা গেছেন। পুরো দেশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। পোল্যান্ডের সীমান্তের কাছে লভিভ শহর থেকেও আক্রমণের খবর এসেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো জানান, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বাড়ির বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি বিদ্যুৎ সংযোগের বাইরে ছিটকে পড়েছে। ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, রাশিয়া ৬৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার মধ্যে ৪৪টি প্রতিহত করা সম্ভব হয়েছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যানুসারে, পশ্চিমের লভিভ, তেরনোপিল ও আইভানো-ফ্রাঙকিভস্কে রুশ ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মিকোলাইভে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি মারা গেছেন। সূত্র: বিবিসি