মিয়ানমার ইস্যুতে সরকারের দিকে সন্দেহের তীর বিএনপির

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সরকারের দিকে সন্দেহের তীর তুলেছে বিএনপি। এ ঘটনার অন্তরালে কী আছে, তা নিয়ে ভাবতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একদিকে ভারত সীমান্তে ক্রমাগত গুলিবর্ষণ করে আমাদের বিজিবি সদস্য ও জনগণকে হত্যা করা হচ্ছে। আবার পূর্বদিকে মিয়ানমারের গুলিতে এ পর্যন্ত আমাদের দেশে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ঝাঁকে ঝাঁকে সেখান থেকে লোকজন পলায়ন করে এখানে আশ্রয় নিচ্ছে।’

এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় জনগণের উদ্দেশে করে আরও বলেন, ‘এটা নিয়ে শুধু আমাদেরই নয়, আপনাদেরও ভাবতে হবে, কী ঘটতে যাচ্ছে এবং এর অন্তরালে কী আছে। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের সঙ্গে সরকারের গোপন সম্পর্ক আছে কি না। যদি না থাকে, তাহলে সরকার নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বার্মার (মিয়ানমার) মতো দেশ বাংলাদেশে গুলি ছোড়ে। এই শক্তি, সাহস ইতিপূর্বে কোনো দিন পায়নি, আজকে কেন পায়? সবাই ভাবেন, দেশটা কোন দিকে যাচ্ছে। যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে, দেশের মানুষকে প্রতিবাদী হতে হবে।’

সংবাদ সম্মেলনে সরকারপতনের আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়টি উল্লেখ করে জানতে চাওয়া হয়, বিএনপি আন্দোলন থেকে পিছু হটল কী না। জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা তো এমন কথা বলি নাই। আমাদের কিন্তু প্রতিশ্রুতি আছে। আবার ফিরে আসব।’ তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলনে আছি। আন্দোলনের গতিবিধি একেক সময় একেক দিকে রূপ নেয়। আপনারা অপেক্ষা করেন, আমরা আন্দোলনে আছি। আপনারা দেখতে পাবেন ভবিষ্যৎ কর্মপন্থা কী।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions