সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্রদের ভাগটাও পাচ্ছে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। সংবিধান অনুযায়ী প্রতি ছয়জনে একজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত করতে পারবেন। সে হিসাবে অন্তত ১০টি সংরক্ষিত আসন পাচ্ছেন স্বতন্ত্র এমপিরা। আবার স্বতন্ত্রদের অধিকাংশ আওয়ামী লীগের নেতা।

তাই নিজেদের অংশে পাওয়া আসনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তাঁরা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দিতে যাচ্ছেন বলে জানা গেছে। স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার নিজের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচনী কৌশলের কারণে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে অনুমতি দেওয়া হয়েছিল। নির্বাচনে স্বতন্ত্ররা জাতীয় পার্টি থেকে কয়েক গুণ বেশি আসনে বিজয়ী হওয়ার পরও তাঁদের বিরোধী দলের আসনে বসানো হচ্ছে না। এ ক্ষেত্রে তাঁদের অংশে পাওয়া সংরক্ষিত আসনে মহিলা এমপি মনোনয়নও দল থেকে দেওয়া হলে তাঁরা দ্বিমতও করবেন না বলে মনে করে দলটি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান গতকাল বলেন, ‘ওইটা (স্বতন্ত্রদের অংশের সংরক্ষিত এমপি) মূলত নেত্রীই নির্ধারণ করবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে, জাতীয় পার্টি ১১টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি ১টি করে আসনে বিজয়ী হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হওয়া ৬২ জনের মধ্যে তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন।

বর্তমান জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত মহিলা সদস্যের আসন রয়েছে। সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলো প্রতি ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের বিপরীতে একজন মহিলা সদস্য পাবেন। সেই হিসাবে আওয়ামী লীগ পাচ্ছে ৩৭টি আসন। স্বতন্ত্ররা জোটবদ্ধ হলে পাবেন ১০টা। জাতীয় পার্টি ২টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কল্যাণ পার্টি যৌথভাবে এলে ১টা পাবে। স্বতন্ত্ররা একক জোটবদ্ধ না হয়ে ছয়জন করে আবেদন করলে ১টি করে আসন পাবেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, স্বতন্ত্র এমপিদের অধিকাংশ তাঁদের দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। সংরক্ষিত আসনের এমপি হতে তাঁদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। এতে টাকাওয়ালা বিতর্কিতরা এমপি হয়ে যেতে পারেন। তাই আনুপাতিক হারে পাওয়া সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের বিষয়ে দল থেকে নির্ধারণ করে দেওয়া হবে। এতে স্বতন্ত্র এমপিরা দ্বিমত করবেন না বলেও মনে করেন তিনি।

জানা গেছে, স্বতন্ত্র এমপিদের অধিকাংশও তাকিয়ে আছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর। এমন অবস্থায় আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় স্বতন্ত্র এমপিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতের বিষয়টি স্বতন্ত্র এমপিদের জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)।

নেত্রকোনা-৩ আসনের স্বতন্ত্র এমপি ইফতেখার উদ্দিন পিন্টু বলেন, ‘বৈঠকের বিষয়ে নিক্সন চৌধুরী কল করে জানিয়েছেন। সংরক্ষিত আসনে মহিলা এমপি কে হবেন, তা নেত্রীই নির্ধারণ করবেন।’ আর মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র এমপি মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সবার ওপরে আমাদের দলীয় প্রধান আছেন। ওনার ইচ্ছাটা আমরা বুঝি, সেটা অনুযায়ী হবে।’আজকের পত্রিকা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions