আন্তর্জাতিক ডেস্ক:- থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে প্রায় ২০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেনঅনেক।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এবং কারখানার সব শ্রমিক প্রাণ হারিয়েছেন কিনা সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি উদ্ধারকর্মীরা।
স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) বিকেলের দিকে রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে সুফান বুরি প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবর পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন পুলিশ কর্মকর্তারা। সেখানে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, তারা ২০টি মরদেহ খুঁজে পেয়েছেন।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কি না জানতে চেয়ে বিস্ফোরণের কারণ সন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি।
হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী।
এর আগে গত জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির একটি বড় গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।